INC: বুদ্ধবাবুর মতো আজাদ থাকুন গুলাম হয়ে নয়, কটাক্ষে বিদ্ধ নবি

চলতি বছরে মোদী সরকারের পদ্ম সম্মান (Padma Award) প্রাপকদের মধ্যে রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। রাজনৈতিক মহল আগেই নবিকে পদ্ম…

Ghulam Nabi Azad

চলতি বছরে মোদী সরকারের পদ্ম সম্মান (Padma Award) প্রাপকদের মধ্যে রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। রাজনৈতিক মহল আগেই নবিকে পদ্ম সম্মান দেওয়ায় মোদী সরকারের কূটনৈতিক চাল দেখেছিল। সেটাই কড়া বাস্তব হিসেবে ধরা দিল। গুলাম নবির পদ্ম সম্মান প্রাপ্তিকে কেন্দ্র করে ফের সরব হলেন কংগ্রেসের বিদ্রোহী জি-২৩ গোষ্ঠীর নেতারা।

এদিন দলের প্রবীণ নেতা কপিল সিবাল বলেন, গুলাম নবি পদ্মভূষণ সম্মান পাচ্ছেন। এজন্য নবিভাইকে শুভেচ্ছা জানাই। তবে একটাই আফসোস, একজন মানুষ জনসেবার জন্য দেশের স্বীকৃতি পাচ্ছেন, কিন্তু কংগ্রেস সেই মানুষটাকে কোনও গুরুত্ব দেয় না।

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, পদ্ম সম্মান পাওয়ার জন্য আজাদকে অভিনন্দন। জনসেবার জন্য বিরোধী দলের সরকারের কাছ থেকে এই সম্মান পাওয়া এক বিরল দৃষ্টান্ত।

Advertisements

আজাদের পদ্ম প্রাপ্তিকে কেন্দ্র করে ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেস নেতৃত্ব দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অবশ্য নবিকে তীব্র কটাক্ষ করেছেন। সরাসরি নাম না করে তিনি জম্মু-কাশ্মীরের এই প্রবীণ নেতাকে কটাক্ষ করে বলেছেন, আজাদ থাকুন গুলাম নয়। বুদ্ধবাবু আজাদ রয়েছেন গুলাম হতে চাননি। সেকারণেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পদ্ম সম্মান ফিরিয়ে দিয়েছেন। তবে নবির পদ্ম সম্মান প্রাপ্তি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

রাজনৈতিক মহল মনে করছে, গুলাম নবির এই সম্মান প্রাপ্তিতে গান্ধী পরিবার আদৌ খুশি নয়। পাঁচ রাজ্যের নির্বাচনের আগে নবির সম্মান প্রাপ্তিতে কংগ্রেসের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে। ভোটমুখী রাজ্যগুলিতে বিষয়টি কংগ্রেসকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।