HomeBharatGhulam Nabi Azad: আমার সামনে সব পথই খোলা আছে, দল ছাড়ার সম্ভাবনা...

Ghulam Nabi Azad: আমার সামনে সব পথই খোলা আছে, দল ছাড়ার সম্ভাবনা উসকে দিলেন নবি

- Advertisement -

নিউজ ডেস্ক নয়াদিল্লি: সময় যত গড়াচ্ছে ততই কংগ্রেসের (congress) সঙ্গে দলের প্রবীণ নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) সম্পর্কের অবনতি হচ্ছে। কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম উদ্যোক্তা তিনি। রাজনৈতিক মহলের আশঙ্কা, খুব শীঘ্রই গুলাম নবি হয়তো কংগ্রেস ছাড়বেন।

কাশ্মীরের রাজনীতিতে (kashmir politics) জল্পনা ছড়িয়েছে, গুলাম নবি কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল (new political party) গড়তে পারেন। রাজনৈতিক মহলের এই জল্পনাকে গুলাম নিজেই উস্কে দিয়েছেন। এক অনুষ্ঠানে এই প্রবীণ নেতা বলেন, আপাতত নতুন দল গড়ার তেমন কোনও ইচ্ছা তাঁর নেই। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। সব সম্ভাবনাই খোলা রয়েছে। আগামী দিনে যেকোনও কিছুই হতে পারে।

   

উল্লেখ্য, গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন গুলাম নবি। কিন্তু গত কয়েক বছরে তিনি ক্রমশই গান্ধী পরিবারের কার্যপ্রণালীর বিরোধিতা শুরু করেন। কংগ্রেস নেতা কপিল সিব্বল এবং গুলামের নেতৃত্বেই দলের ভিতরে শুরু হয় বিদ্রোহ। গুলাম নবিকে সবক শেখাতে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হয়ে গেলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আর তাঁকে অন্য কোনও রাজ্য থেকে জিতিয়ে আনেননি। যা নিয়ে নবির মধ্যেও একটা অভিমান রয়েছে।

স্বাভাবিকভাবেই গুলাম নবির বক্তব্যে দলের প্রতি সেই ক্ষোভ ঝড়ে পড়েছে। শনিবার কাশ্মীরে এক সভায় দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে গুলাম নবি বলেন, “ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর আমলে এক রকম ভাবে দল পরিচালনা করা হত। সে সময় দলে সমালোচনা বা আলোচনার একটা জায়গায় ছিল। কিন্তু আজ শীর্ষ নেতৃত্ব কোনও সমালোচনা সহ্য করতে পারে না। দলের ভালর জন্য কেউ কোনও কথা বললে শীর্ষ নেতৃত্ব সেটাকে তাঁদের বিরুদ্ধে চ্যালেঞ্জ বলে মনে করেন। ইন্দিরা বা রাজীবের আমলে আমি অনেক কথা বলেছি। অনেক বেশি প্রশ্ন করেছি। তাতে কিন্তু ইন্দিরা বা রাজীব কেউই আপত্তিকর কিছু দেখেননি। কিন্তু আজ যখন আমি সেই কথাগুলি বলছি তখন শীর্ষ নেতৃত্ব সেগুলিকে আপত্তিকর বলে মনে করছে।”

সম্প্রতি কাশ্মীরের রাজনীতিতে গুলাম নবি একটু আলাদাভাবে পথ চলছেন। কাশ্মীরের বিভিন্ন এলাকায় গিয়ে ছোট ছোট জনসভা করছেন। সেখানে নবির ঘনিষ্ঠদের দেখা গেল প্রদেশ কংগ্রেস নেতাদের সেভাবে দেখা মিলছে না। পক্ষকাল আগে গুলাম নবির ঘনিষ্ঠ অন্তত ২০ জন নেতা কংগ্রেস ছেড়েছেন। ওই কংগ্রেস নেতারা দল ছাড়ার পর গুলাম নবির দল ছাড়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

কাশ্মীরের রাজনৈতিক সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছেন, নিজের অনুগামীদের নিয়ে এবার নতুন দল গড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

নবি যেমন নতুন দল গঠনের কথা সরাসরি স্বীকার করছেন না তেমনই অস্বীকারও করছেন না। গুলাম নবি বলেছেন, “রাজনীতিতে কোনও দিনই শেষ কথা বলে কিছু হয় না। যেমন কেউ বলতে পারে না কবে তাঁর মৃত্যু হবে। রাজনীতি অনেকটা তেমনই। আপাতত নতুন দল গড়ার কোনও ইচ্ছা আমার নেই। তবে আমার সামনে সব পথই খোলা আছে।” গুলাম নবির এই বক্তব্যের প্রেক্ষিতে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি হঠাৎ করেই কেন রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে জনসভা করছেন?

এই প্রশ্নের উত্তরে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, আমরা মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করছি। ৩৭০ ধারা প্রত্যাহার হওয়ার পর এই যোগাযোগটা নষ্ট হয়ে গিয়েছিল।” সাংবাদিকরা জানতে চান, তাহলে আপনারা সভায় কেন প্রদেশ কংগ্রেস সভাপতি আহমেদ মীরকে দেখা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতিকে তীব্র কটাক্ষ করে গুলাম নবি বলেন, “উনি হয়তো আমার সঙ্গে ছুটতে পারছেন না। কারণ আমি শম্বুক গতিতে কাজ করা একেবারেই পছন্দ করি না। অনেকে কম করেন কিন্তু দেখান যেন তিনি অনেক কিছু করছেন। এটা কিন্তু আমার ধাতে নেই।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular