GHI: ক্ষুধা সূচকে তালিবানদের ঠিক উপরে ভারত, ‘বিশ্বগুরু’ দৌড়ে নেমেছেন মোদী

বিশ্ব ক্ষুধা সূচকের(GHI) তালিকায় তালিবানিস্তান অর্থাত আফগানিস্তানের ঠিক উপরেই ভারত। আর বাকিরা আরও উপরে। এমনই রিপোর্টে মোদী সরকার বিব্রত।মোদীর নেতৃত্বে ‘বিশ্বগুরু’ হওয়ার দৌড় শুরু করেছে…

বিশ্ব ক্ষুধা সূচকের(GHI) তালিকায় তালিবানিস্তান অর্থাত আফগানিস্তানের ঠিক উপরেই ভারত। আর বাকিরা আরও উপরে। এমনই রিপোর্টে মোদী সরকার বিব্রত।মোদীর নেতৃত্বে ‘বিশ্বগুরু’ হওয়ার দৌড় শুরু করেছে ভারত এই দাবি করে চলেছে বিজেপি।

short-samachar

   

২০২২ সালের বিশ্ব ক্ষুধা সূচকে অনুযায়ী আরও কিছুটা পিছিয়ে গেল ভারতের স্থান। ২০২২ সালের বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার সূচকে ১০৭ তম স্থানে নেমেছে ভারত। 

সূচক অনুসারে ভারতের ঠিক নিচে তালিবান জঙ্গিদের শাসনে থাকা আফগানিস্তান। তার উপরে ভারত। আর দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ এগিয়ে গেছে ভারতের থেকে।

২০২১ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ছিল ১০১ তম। এখন ১২১ টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০৭ তম স্থানে।

বিশ্ব ক্ষুধা সূচকের সর্বশেষ রিপোর্ট বলছে, গতবারের রিপোর্টেও নেপাল, ভুটান, শ্রীলংকা, পাকিস্তানের পিছনে ছিল ভারত। সেই ধারাবাহিকতা বজায় রইল।

ক্ষুধা সূচকের তালিকায় শীর্ষ ১৭টি স্থান দখল করেছে চিন, তুরস্ক, কুয়েতের মতো দেশ। 

চারটি বিষয়ে নির্ভর করে ক্ষুধা সূচক। অপুষ্টি, শিশু উচ্চতা, শিশু অপচয় ও শিশু মৃত্যু। গবেষকরা বলছেন, শিশু স্টান্টিং হলো পাঁচ বছরের কম বয়সী শিশুদের বয়সের তুলনায় কম উচ্চতা। আর শিশু অপচয় হলো, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতার তুলনায় কম ওজন।