Blinkit–Swiggy-র পোশাকে সোনার দোকানে হামলা, লুট বিপুল পরিমাণে সোনা-রুপো

Ghaziabad Jewelry Robbery

ডেলিভারি অ্যাপের কর্মীর ছদ্মবেশে ঢুকে ডাকাতি৷ সেনার দোকানে ঢুকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল গাজিয়াবাদের ব্রিজ বিহার কলোনিতে। Blinkit ও Swiggy-র জ্যাকেট ও হেলমেট পরে দুই ব্যক্তি মোটরবাইকে করে এসে একটি সোনার দোকানে ঢোকে৷ বন্দুক বার করে কর্মীদের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ সোনা-রুপো ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় (Ghaziabad Jewelry Robbery)।

দুপুরে দোকান ফাঁকা থাকাকালীন হামলা

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। সেই সময় জুয়েলারি দোকানটির মালিক কৃষ্ণ কুমার বর্মা বাইরে গিয়েছিলেন। সেই ফাঁকেই দোকানে ঢোকে দুই দুষ্কৃতি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা বেশ কয়েক দিন ধরেই ওই দোকান ও তার আশপাশের এলাকা নজরে রেখেছিল।

   

লুটের পরিমাণ এবং ছিনতাইয়ের কায়দা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতরা প্রায় ২০ কেজি রুপো, ১২৫ গ্রাম সোনা এবং ২০,০০০ নগদ টাকা লুট করে। ডাকাতির সময় দোকানের এক কর্মীকে মারধরও করে তারা। গোটা ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। তাতে দেখা যায়, দুই ব্যক্তি মোটরবাইকে এসে Blinkit ও Swiggy-র জ্যাকেট পরে দোকানে ঢোকে।

পুলিশি তদন্ত এবং নিরাপত্তা পদক্ষেপ

ঘটনার কিছুক্ষণের মধ্যেই গাজিয়াবাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় চেকিং চালানো হয় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন গাজিয়াবাদ পুলিশের কমিশনার জে রবীন্দ্র গৌড় এবং ট্রান্স হিন্ডন জোনের ডেপুটি কমিশনার-সহ অন্যান্য সিনিয়র অফিসাররা।

অপরাধীরা অধরা, তদন্তে গতি আনার আশ্বাস

ডাকাতরা এখনো পর্যন্ত অধরা। তবে পুলিশ দাবি করেছে, ফুটেজ ও স্থানীয় সূত্র ধরে দ্রুত তাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। পুরো ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছে একটি বিশেষ দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন