১২টি আসনে জট, সমাধানে কংগ্রেস নামালো গেহলটকে

Gehlot to the Rescue as Mahagathbandhan Talks Stall Over Seat-Sharing
Gehlot to the Rescue as Mahagathbandhan Talks Stall Over Seat-Sharing

বিহার, ২২ অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগেই বড়সড় জটিলতার মুখে মহাগঠবন্ধন। আর এই জট কাটাতে শেষ মুহূর্তের প্রচেষ্টায় আজ পটনায় পৌঁছলেন কংগ্রেসের (Congress) শীর্ষ নেতা ও প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Advertisements

রাষ্ট্রীয় জনতা দল (RJD), কংগ্রেস এবং অন্যান্য দল মিলে গঠিত মহাগঠবন্ধনের মধ্যে ১২টি আসন নিয়ে চলছে তীব্র অভ্যন্তরীণ মতবিরোধ। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের ঠিক আগেই এই বিবাদ চরমে ওঠায় পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করল কংগ্রেস হাইকম্যান্ড। পটনায় পৌঁছেই অশোক গেহলট আরজেডি নেতা তেজস্বীর সঙ্গে একঘণ্টার বৈঠক করেন। সূত্রের খবর, এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল আসন ভাগাভাগি নিয়ে চলতে থাকা মতানৈক্য নিরসন ও জোটের ঐক্য বজায় রাখা।

   

১২টি আসনে কংগ্রেস ও আরজেডি উভয় দলের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ফলে একাধিক আসনে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যা জোটের ক্ষতিই করতে পারে। তবে কিছু আসনে ইতিবাচক অগ্রগতি হয়েছে। লালগঞ্জ আসন থেকে কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে, যাতে আরজেডির প্রার্থী একক লড়াই করতে পারেন। এছাড়াও প্রাণপুর (কাটিহার)-সহ আরও কিছু আসনে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, যাতে মহাগঠবন্ধনের পক্ষ থেকে শুধুমাত্র একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই সমঝোতাগুলি জোটের রণনীতির পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, অন্যান্য আসনে এখনো সমাধান হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements