Gay relationship:ছেলে সমকামী, সম্পর্ক মানতে নারাজ বাবাকে হত্যা করল ছেলে এবং তার প্রেমিক

Murder Representative

ছেলের সমকামী সম্পর্ক মানাতে নারাজ বাবা! সেই সূত্রেই বচসা এবং সেই বচসার জল গিয়ে গড়াল হত্যায়। নিজের বাবাকে হত্যা করল সমকামী সম্পর্কে জড়ানো ছেলে। ঘটানটি ঘটেছে উত্তর প্রদেশের মথুরায়। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

একি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গিয়েছে, মৃত মোহনলাল শর্মা পেশায় ছিলেন ট্যাক্সিচালক। তাঁর বয়স পঞ্চান্ন বছর বলে জানা গিয়েছে। তাঁর একমাত্র ছেলে অজিতের সঙ্গে সম্পর্কে জড়ায় বছর কুড়ির কৃষ্ণ ভর্মা। সে সম্পর্ক মানতে নারাজ ছিলেন তিনি। তবে মৃত ব্যক্তির ছেলে এই ব্যাপারে অত্যন্ত জেদি ছিল বলে জানা গিয়েছে। প্রায়শই তাঁদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। এইবার সেই ঝামেলায় পৌঁছে গিয়েছিল শেষ পর্যায়ে।

   

পুলিশ সূত্রে খবর, কৃ্ষ্ণকে সপাটে চড় কষান মোহনলাল। যা সহ্য করতে পারেনি অজিত। কৃ্ষ্ণ এবং লোকেশ ও দীপক নামের আরও দুই বন্ধকে সঙ্গে নিয়ে বাবাকে খুনের ছক কষে অজিত। এখানেই শেষ নয়, আরও জানা গিয়েছে যে বেলচা দিয়ে মোহনলালকে খুন করে চারজন মিলে তাঁর দেহ প্রথমে খাটের নিচে লুকিয়ে রাখে। পরে তা বাক্সে ভরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনায় চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় অজিত স্বীকার করে যে কৃ্ষ্ণকে থাপ্পড় মারার বিষয়টি সহ্য করতে না পেরেই বাবাকে খুনের পরিকল্পনা করে সে। চার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন