ইজরায়েলি সেনার হয়ে লড়ছিলেন ভারতীয়, গাজার যুদ্ধে নিহত মিজো যুবক

ইজরায়েলি সেনার সদস্য এক ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন গাজার যুদ্ধে (Israel Hamas war)। প্যালেস্টাইনের অংশ গাজা ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইজরায়েল। সংঘর্ষ চালাচ্ছে ফিলিস্তিনি…

Gary Lalhruaikima Zolat

ইজরায়েলি সেনার সদস্য এক ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন গাজার যুদ্ধে (Israel Hamas war)। প্যালেস্টাইনের অংশ গাজা ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইজরায়েল। সংঘর্ষ চালাচ্ছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এই সংগঠনটি জঙ্গি তালিকাভুক্ত করেছে একাধিক দেশ। ইজরায়েল ও হামাস সংঘর্ষে সহস্রাধিক নিহত।

ইজরায়েলি সেনা জানিয়েছে, গাজায় হামাসের সাথে সংঘর্ষের সময় নিহত ভারতীয়র নাম গ্যারি লালরুয়াকিমা জোলাট। তিনি মিজো জাতিভুক্ত। North East News জানাচ্ছে নিহত যুবক মিজোরামের বাসিন্দা। মিজোরামের এই তরুণ ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্টাফ সার্জেন্ট। তিন আরও তিন সহকর্মীর সাথেকে গাজার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। 21 বছর বয়সী লালরুয়াকিমা জোলাটকে সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানিয়েছে ইজরায়েল সরকার।

   

ইজরায়েল সেনা জানিয়েছে, স্টাফ সার্জেন্ট গ্যারি লালরুয়াকিমা জোলাট, যিনি 92 তম ব্যাটালিয়ন, কেফির ব্রিগেডের দায়িত্ব পালন করেছিলেন, সোমবার উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ করছিলেন। ইজরায়েলে থাকা মিজো সম্প্রদায়ের মধ্যে তিনি তাদের সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হামাস বিরোধী সংঘর্ষে নিহত হয়েছেন।

North East Live জানাচ্ছে, অসম লাগোয়া মিজোরামের কোলাসিব শহরে ২০০৩ সালে জন্মগ্রহণ করেন লালরুয়াকিমা জোলাট। তার বাবা দাগান জোহমিংথাঙ্গা জোলাত পরিবারসহ ২০০৬ সালে ইজরায়েলে স্থানান্তরিত হন। তারা ইজরায়েলি নাগরিকত্ব পান। দাগান জোহমিংথাঙ্গা জোলাটের চার সন্তান। নিহত লালরুয়াকিমার বড় বোনরাও ইজরায়েলি সেনায় কর্মরত।