Gadchiroli Encounter: গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীকে নিকেশ করল মহারাষ্ট্র পুলিশ

Gadchiroli encounter

Gadchiroli Encounter: মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। এখনও অব্দি পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ১২ জন মাওবাদীকে নিকেশ করা গিয়েছে। সকাল থেকেই মাওবাদী এবং অভিযানকারী দলের মধ্যে গুলির লড়াই চলছে। আর তারই মধ্যে এল এই বড়সড় সাফল্যের খবর।

Advertisements

তবে মাওবাদী এবং পুলিশের মধ্যে গুলির লড়াই এখনও জারি আছে বলেই জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মাওবাদী দমনে সবথেকে বড় ঘটনা হতে চলেছে এটি। নিঃসন্দেহে মহারাষ্ট্র পুলিশের সাফল্যের মুকুটে একটা বড়সড়ো পালক হতে চলেছে এই অভিযান।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ নিজেই সাংবাদিকদের এই খবর জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মহারাষ্ট্রের গাডচিড়োলি জেলার ছত্তিশগড় সীমানা এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় পুলিশ এবং C60 কমান্ডোদের ফোর্স। মাওবাদীদের ডেরা থেকে ভারী এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গিয়েছে। ১২ টি মৃতদেহই পুলিশ নিজেদের হেফাজতে নিতে পেরেছে। মাওবাদী দমন অভিযানে মাওবাদীদের পাল্টা হামলাতে দুজন আহত হয়েছেন। এঁদের মধ্যে একজন সেনা জওয়ান এবং অপরজন মহারাষ্ট্র পুলিশের একজন সাব-ইন্সপেক্টর। তবে তাঁরা দুজনেই এখন সুস্থ আছে এবং তাঁদের বিপদের কোন সম্ভাবনা নেই।

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী গোটা বিষয়ে সাফল্যের জন্য মাওবাদী দমনে গঠিত এই বিশেষ টাস্ক ফোর্সকে ধন্যবাদ জানিয়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও ঘোষণা করেছেন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী মহারাষ্ট্র সরকার ৫১ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে অভিযানের দলে থাকা সেনা এবং পুলিশ সদস্যদের জন্য।

Advertisements

সাম্প্রতিক সময়ে ছত্রিশগড় এবং মহারাষ্ট্রের এই প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায় একাধিক মাওবাদী গতিবিধির কথা শোনা গিয়েছে। ছত্রিশগড়ের বিভিন্ন এলাকাতে মাওবাদীরা যে আবারও মাথাচাড়া দিচ্ছে, এ বিষয়ে একাধিক গোয়েন্দা রিপোর্টও এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। আজকের এই অভিযানে যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, তা দেখে কপালে ভাজ পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদেরও। তবে সাম্প্রতিক সময়ে মাওবাদী অভিযানে এত বড় সাফল্য আগামী দিনে তাদেরকে আরও ভরসা এবং আত্মবিশ্বাস দেবে। এমনটাই মত স্বরাষ্ট্র মন্ত্রক এবং মহারাষ্ট্র পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের।