শিশু থেকে প্রাপ্তবয়স্ক, বর্ষায় বাড়ছে “Coxsackievirus” সংক্রমণ

নয়াদিল্লি: আগে দিল্লিতে ২ থেকে ৭ বছরের শিশুদের দেহে মিলছিল “হাত-পা-মুখ রোগ” (HFMD)-এর সংক্রমক Coxsackievirus। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই রোগের লক্ষণ দেখছেন। শুধু…

নয়াদিল্লি: আগে দিল্লিতে ২ থেকে ৭ বছরের শিশুদের দেহে মিলছিল “হাত-পা-মুখ রোগ” (HFMD)-এর সংক্রমক Coxsackievirus। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই রোগের লক্ষণ দেখছেন। শুধু তাই নয়, যুবক-যুবতীদের মধ্যে এই সংক্রমণ ক্রমশ বাড়ছে বলে জানা গিয়েছে। অনেক শিশুর মধ্যে ফুসকুড়ি, জ্বর বা মুখে আলসারের মতো লক্ষণ দেখা দেওয়ার পর সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল।

কিন্তু সম্প্রতি প্রাপ্ত বয়স্ক এবং বৃদ্ধদের মধ্যেও এই রোগের উপসর্গ মিলেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে চিন্তার বিষয় হল, ভয়ংকর ছোঁয়াচে এই রোগ। এটি সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে বা দূষিত স্থান স্পর্শ করার মাধ্যমে সংক্রামিত হতে পারে। তাহলে, আসুন এই ছড়িয়ে পড়া রোগের লক্ষণ এবং প্রতিরোধের পদ্ধতিগুলি দেখে নেওয়া যাক।

   

(HFMD) সংক্রমণের উপসর্গগুলি কি?

জ্বর, মাথা যন্ত্রণা, খিদে কমে যাওয়া, হাত-পায়ে ফোসকা বা ছোট ফুসকুড়ির মত হওয়া, গলা খুশখুশ এবং গলা বসে যাওয়া, গলা, মুখ বা জিভে ঘা।

এই সংক্রমণ কীভাবে ছড়ায়?

ডঃ জোশী বলেন, এই ভাইরাস একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়।

Advertisements

প্রতিরোধের উপায় ও চিকিৎসা

AIIMS ভোপালের জেনারেল মেডিসিন বিভাগের প্রধান এবং অধ্যাপক ডঃ রজনীশ জোশী বলেন, “হাত-পা-মুখ (HFMD) রোগ একটি সংক্রমক ব্যাধি, যা চর্মরোগের মাধ্যমে আত্মপ্রকাশ করে। ঋতু বিশেষেই মানুষ এই সংক্রমণে আক্রান্ত হন। বর্ষাকালেন এমনিতেই সংক্রমক ব্যাধি বেড়ে যায়।

বর্ষাকালে এই রোগের আক্রান্তের সংখ্যাও বাড়ছে।” চিকিৎসকেরা জানাচ্ছেন, মূলত গলায় এই সংক্রমণ শুরু হয়। তারপর চর্মরোগের মাধ্যমে তা বেরিয়ে আসে। মোটামুটি ৫-৭ দিনের মধ্যে আপনা থেকেই এই সংক্রমণ সেরে যাওয়া উচিৎ। তা না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী বলে জানা গিয়েছে।

তবে সংক্রমণ হয়ে গেলে কোয়ারান্টিনে থাকারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শিশুদের স্কুল বা টিউশনে পাঠানো বা প্রাপ্তবয়স্কদের অফিস যেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খেতে পারেন আক্রান্তরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News