Sunday, December 7, 2025
HomeBharatকরমণ্ডল ও ধৌলি এক্সপ্রেসে আসছে বড় পরিবর্তন, ঘোষণা রেলের

করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেসে আসছে বড় পরিবর্তন, ঘোষণা রেলের

- Advertisement -

দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার পুরী এবং তামিলনাড়ুর  (Train Timing Change) চেন্নাই যাওয়া দুটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু স্টেশন বদলের ঘোষণা দিয়েছে। শালিমার স্টেশনের বদলে আগামী ২৫ অগস্ট থেকে এই দুই ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে।(Train Timing Change) 

এই দুটি ট্রেন হল —

   
  • ১২৮৪১/১২৮৪২ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রে(Train Timing Change) 

  • ১২৮২১/১২৮২২ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস(Train Timing Change) 

বর্তমানে এই ট্রেন দুটি শালিমার স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করে।(Train Timing Change) কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৫ অগস্ট থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেন দুটি ছাড়বে। এই সিদ্ধান্তে যাত্রীদের যাতায়াতের সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে, কারণ হাওড়া স্টেশন যাতায়াতের ক্ষেত্রে অনেক বেশি কেন্দ্রীয় ও সহজলভ্য(Train Timing Change) 

করমণ্ডল এক্সপ্রেসের নতুন সময়সূচ(Train Timing Change) 

  • আপ (হাওড়া থেকে যাত্রা): বর্তমান সময় শালিমার থেকে ৩:১৫ অপরাহ্ন, নতুন সময় হাওড়া থেকে ৩:১০ অপরাহ্ন

  • ডাউন (হাওড়ায় আগমন): বর্তমান শালিমারে ১১:০৫ পূর্বাহ্ন, নতুন সময় হাওড়ায় ১১:০০ পূর্বাহ্ন(Train Timing Change) 

ধৌলি এক্সপ্রেসের নতুন সময়সূচ(Train Timing Change) 

  • আপ (হাওড়া থেকে যাত্রা): বর্তমানে শালিমার থেকে সকাল ৯:১৫, নতুন সময় হাওড়া থেকে ৯:১(Train Timing Change) 

  • ডাউন (হাওড়ায় আগমন): বর্তমানে শালিমারে সন্ধ্যা ৭:২৫, নতুন সময় হাওড়ায় সন্ধ্যা ৭:৩০

এই পরিবর্তনের কারণ ও প্রভা(Train Timing Change) 

শালিমার থেকে হাওড়া স্টেশনে স্থানান্তর মূলত যাত্রীদের সুবিধার্থে নেওয়া

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular