লালকেল্লার বিস্ফোরণ-স্থল থেকে উদ্ধার ৯ মিমি তাজা কার্তুজ!

delhi-red-fort-explosion-nia-shocking-findings

নয়াদিল্লি: দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণ-স্থল (Delhi Blast) থেকে ৩ টি ৯ মিমি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বিশেষজ্ঞ আধিকারিকদের মধ্যে উদ্ধারকৃত ২ টি কার্তুজ একেবারে তাজা এবং একটি কার্তুজের শেল উদ্ধার হয়েছে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ, সাধারণত নিরাপত্তা বাহিনী এবং পুলিশ সদস্যরা ৯ মিমি কার্তুজ ব্যবহার করেন।

Advertisements

তবে কর্মকর্তারা জানিয়েছেন যে ঘটনাস্থলে কোনও পিস্তল বা অস্ত্রের অংশ পাওয়া যায়নি। তাই সেখানে তাজা কার্তুজ কোথা থেকে এল সেই নিয়ে সন্ধিহান তদন্তকারীরা। অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের কার্তুজের সঙ্গে উদ্ধার হওয়া কার্তুজটির মিল পাওয়া যায়নি। ফলে ঘটনাস্থলে কর্তব্যরত কর্মীদের জে ওই কার্তুজগুলি নয়, সেই বিষয়টি স্পষ্ট।

   

গ্রেফতার আরও দুই চিকিৎসক

Advertisements

প্রসঙ্গত, সোমবার দিল্লি বিস্ফোরণ কান্ডে উঠে আসছে একের পর এক তথ্য। ঘটনায় মূল অভিযুক্ত উমর নবীর বিস্ফোরণেই মৃত্যুর পর দুই চিকিৎসক মুজাম্মিল শাকিল এবং ডঃ শাহিনকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে যোগসূত্র মেলায় শনিবার আরও ৩ জনকে আটক করে দিল্লি পুলিশ।

তাঁদের মধ্যে দুজন বিতর্কিত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। গতকাল হরিয়ানার নূর এলাকা থেকে মহম্মদ অ মুস্তাকিম নামক দুই সন্দেহভাজনকে আটক করে দিল্লি পুলিশের বিশেষ সেল অ এনআইএ। তদন্তকারী সূত্রের মতে, মুজাম্মিল ও উমর নবীর সঙ্গে এই দু-জনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।