দুরন্ত জয় উদযাপনে পুলিশি পাহাড়ায় বিলানো হল মদের বোতল! বিজেপি কর্মীদের কাণ্ডে শোরগোল

ক্রেটের পর ক্রেট মদের বোতল, পুরুষদের দীর্ঘ লাইন। হিমশিম ভিড় সামলাচ্ছে পুলিশ। কর্ণাটকের বিজেপি সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীকে সুধাকরের সমর্থকদের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে মদের বোতল…

Free Liquor At BJP MPs Post-Poll Event Sparks Political Row In Karnataka, দুরন্ত জয় উদযাপনে পুলিশি পাহাড়ায় বিলানো হল মদের বোতল! বিজেপি কর্মীদের কাণ্ডে শোরগোল

ক্রেটের পর ক্রেট মদের বোতল, পুরুষদের দীর্ঘ লাইন। হিমশিম ভিড় সামলাচ্ছে পুলিশ। কর্ণাটকের বিজেপি সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীকে সুধাকরের সমর্থকদের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে মদের বোতল বিলানো হল। যা ঘিরেই হইহই কাণ্ড। লোকসভা ভোটে চিকবল্লাপুর অসন থেকে কংগ্রেস এমএস রক্ষা রামাইয়ার বিরুদ্ধে বড় জয় (জয়ের ব্যবধান ১.৬ লক্ষ) পেয়েছেন বিজেপির সুধাকর। তাঁর এই জয় উদযাপনে সাংসদের সমর্থক, অনুগামীরা সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল।

সেখানেই দেখা যায় য়ে, বিনামূল্যে মদের বোতল সংগ্রহে থিকথিকে ভিড়। আশ্চর্যের বিষয় হল যে সাংসদ সুধাকর অনুষ্ঠানের আগে স্থানীয় পুলিশকে চিঠি লিখেছিলেন, অনুষ্ঠানের জন্য পুলিশ মোতায়েন চেয়েছিলেন।ওই চিঠিতেই উল্লেখ করা হয়েছে যে, অনুষ্ঠানে খাবার ও মদ পরিবেশন করা হবে। তাহলে একটি বড় প্রশ্ন হল, কেন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল পুলিশ প্রশানের তরফে?

   

ঋতুমতি মহিলাদের মাসিক ছুটি, আর্জি খারিজ করে শঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, ‘এটাই বিজেপির সংস্কৃতি। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে অবশ্যই এর ব্যাখ্যা করতে হবে। আমি চাই না স্থানীয় নেতারা, আমি চাই বিজেপির জাতীয় সভাপতি এই ঘটনার কারণ স্পষ্ট করুক।’

মুম্বই হিট-অ্যান্ড-রান কাণ্ডে অ্যাকশনে পুলিশ, গুণপনার শেষ নেই অভিযুক্ত শিণ্ডেসেনা নেতার ছেলে মিহিরের

রাজ্য সরকার রাজ্য আবগারি নীতির অধীনে এই বিষয়ে পদক্ষেপ করবে কিনা জানতে চাইলে উপ-মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা পরের বিষয়। আগে বিজেপিকে উত্তর দিতে হবে।’

মদ বিতরণ নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক সি এন অশ্বথ নারায়ণ বলেছেন, ‘সাংসদ চিঠি দিয়েছিলেন। যদি সেই চিঠি সঠিকভাবে দেখা না হয় তবে আমরা কাউকে দোষ দিতে পারি না। প্রশাসন পুলিশও মোতায়েন করছে। তাহলে নিস্চই রাজ্য়ে এই ব্যবস্থা কার্যকর রয়েছে।৷ যদি সরকার মনে করে৷ যা হয়েছে ভুল হয়েছে, তবে প্রশাসনকে আগে ব্যবস্থা করতে দিন।’