টানা ২ দিন বিনামূল্যে বাসে ভ্রমণের সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আর মাত্র কয়েকদিন পরেই রাখীবন্ধনের আনন্দে মেতে উঠবে। এদিকে এই রাখীবন্ধনের মতো পবিত্র দিন উপলক্ষে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। টানা দুদিন একদম বিনামূল্যে বাস পরিষেবার (Free Bus Service) ঘোষণা করা হল। এদিকে এই ঘোষণার জেরে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।

শুধু তাই নয়, অতিরিক্ত বাস চালানোরও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, আগামী ১৭ থেকে ২২ অগাস্ট পর্যন্ত গোরক্ষপুর অঞ্চল সহ রাজ্যের সমস্ত রুটে পর্যাপ্ত বাস চালানো হবে। যাতে সব দিদি বা বোন নিজেদের ভাই, দাদার হাতে রাখী পড়াতে পারেন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামী ১৯ ও ২০ আগস্ট সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ভ্রমণের উপহার পাবেন রাজ্যের বোনেরা।

   

অর্থাৎ টানা দুদিন একদম বিনামূল্যে রাজ্যের মহিলারা বাসে উঠতে পারবেন। ইতিমধ্যে এ বিষয়ে সরকার সব রিজিওনাল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার ও সার্ভিস ম্যানেজারদের গাইডলাইন জারি করেছে। সরকারের বক্তব্য, শুধু দূরপাল্লায় নয়, লোকাল রুটেও অতিরিক্ত বাসের বন্দোবস্ত নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। যাতে মানুষের কোনো অসুবিধা হয় না সে কারণে।

এদিকে সব রুটে নিরবচ্ছিন্ন বাস চলাচলের কারণে ১৭ থেকে ২২ আগস্ট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকার। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের মা-বোনেরা। এই সময়ের মধ্যে যেসব চালক ও কন্ডাক্টর একটানা কাজ করবেন তাদেরও কিছু বাড়তি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোরক্ষপুর থেকে লখনউ, বারাণসী, কানপুর, দিল্লি এবং প্রয়াগরাজ রুটে অতিরিক্ত বাস চালানো হবে। লোকাল রুটে ইতিমধ্যে চলাচলকারী বাসের অতিরিক্ত ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে। নির্ধারিত স্টপেজে চলবে সব বাস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন