নিরাপত্তারক্ষীর উপর ঝাঁপিয়ে পড়ল চার নাবালক, পরিণতি শুনলে আঁতকে উঠবেন আপনিও

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া সম্প্রতি খুন ও ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। আতঙ্কিত নারী সমাজ। এমন জঘন্য অপরাধ নিয়ে নিন্দার সুর চড়িয়েছেন বুদ্ধিজীবীরা। এমতাবস্থায়…

Delhi-Police

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া সম্প্রতি খুন ও ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। আতঙ্কিত নারী সমাজ। এমন জঘন্য অপরাধ নিয়ে নিন্দার সুর চড়িয়েছেন বুদ্ধিজীবীরা। এমতাবস্থায় আরও এক ভয়ঙ্কর অপরাধের খবর প্রকাশ্যে এল। দিল্লির খেয়ালা গ্রামের ঘটনা। সেখানকার এক কারখানার নিরাপত্তারক্ষীকে নৃশংসভাবে খুনের (Delhi Crime) অভিযোগ উঠেছে চারজন কিশোরের বিরুদ্ধে। বৃহষ্পতিবার এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিস। 

সূত্রের খবর, মৃত নিরাপত্তারক্ষীর নাম বিনোদ। বয়স ৩৫। জানা যাচ্ছে, অসংযত আচরণের জন্য একজন কিশোরের নামে ওই ব্যক্তি কারখানার মালিকের কাছে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে কারখানার মালিক কিশোরকে কাজ থেকে বরখাস্ত করে দেন। এর প্রতিশোধ নিতেই ওই কিশোর ও তার তিন সঙ্গী বিনোদকে আক্রমণ করে। অভিযোগ ওঠে, ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করা হয় তাঁকে। 

   

এরপর বিনোদকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় একজন ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছে বলে খেয়ালা পুলিস স্টেশনে ফোন আসে। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিক পরীক্ষায় বিনোদের শরীরে একাধিক ছুরিকাঘাতের (Delhi Crime) চিহ্ন পাওয়া গেছে। মামলা নথিভুক্ত হওয়ার পর আসামি শনাক্তকরণের জন্য একাধিক দল গঠন করা হয়। ডিসিপি (পশ্চিম) বিচিত্রা বীরের মতে, প্রযুক্তিগত এবং বিভিন্ন মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে, ঘটনার সাথে জড়িত চার কিশোরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। 

ব্যাঙ্ক চালানো আর দেশ চালানো এক নয়, ইউনূসের অনভিজ্ঞতায় ফের অস্থিরতার আশঙ্কায় ভারত

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে একজন কারখানায় কাজ করত, যেখানে মৃত (বিনোদ) নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। ঘটনা প্রসঙ্গে ডিসিপি বলেন, “বিনোদ কারখানার মালিকের কাছে অভিযুক্তের অসংযত আচরণের জন্য অভিযোগ জানিয়েছিলেন। যার কারণে অভিযুক্তকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।” 

ডিসিপি যোগ করেছেন, “এর প্রতিশোধ নিতেই অভিযুক্ত, তার বন্ধুদের সঙ্গে বিনোদকে ছুরি দিয়ে আক্রমণ করে। যার ফলে তাঁর মৃত্যু হয়।” এই ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিস ঘটনার আরও তদন্ত করে দেখছে।