Congress: ভোটের মুখে ফের কংগ্রেসে ধাক্কা, দল ছাড়লেন দুই বিধায়ক

Congress Calls Special Committee Meeting on SIR Issue

তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে ফের একবার জোরদার ধাক্কা খেল কংগ্রেস (Congress) দল। দল ছাড়লেন আরও দুই হেভিওয়েট। জানা গিয়েছে, প্রাক্তন কংগ্রেস বিধায়ক নীরজ বাসোয়া এবং নাসেব সিং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

দুজনেই কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট মেনে নিতে পারেননি। চিঠিতে দুজনেই সেটা উল্লেখ করেছেন। দুজনের পদত্যাগপত্রে লেখা রয়েছে, “আম আদমি পার্টির সঙ্গে আমাদের অব্যাহত জোট অত্যন্ত অপমানজনক, কারণ গত সাত বছরে আম আদমি পার্টি অসংখ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে। আপের অরবিন্দ কেজরিওয়ালের তিন শীর্ষ নেতা সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই জেলে রয়েছেন। দিল্লি মদ কেলেঙ্কারি, দিল্লি জল বোর্ড কেলেঙ্কারির মতো বিভিন্ন ইস্যুতে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে আম আদমির বিরুদ্ধে।” 

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন