Lok Sabha Election 2024: বড় খবর! ভোটের আগে বিজেপিতে যোগ প্রাক্তন কংগ্রেস বিধায়কের

শুক্রবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। চলছে শেষ মুহূর্তের প্রচার। তার আগে বড় চমক দিল বিজেপি। বুধবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার…

Lok Sabha Election 2024: বড় খবর! ভোটের আগে বিজেপিতে যোগ প্রাক্তন কংগ্রেস বিধায়কের

শুক্রবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। চলছে শেষ মুহূর্তের প্রচার। তার আগে বড় চমক দিল বিজেপি। বুধবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় ২০২৩ সালে কংগ্রেস ছেড়েছিলেন প্রাক্তন বিধায়ক।

পুলকেশীনগরের প্রাক্তন বিধায়ক শ্রীনিবাস ২০২৩ এর বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বিএসপির টিকিটে। তবে তাতে খুব একটা লাভ হয়নি। কংগ্রেসের প্রার্থীর কাছে বিধাট ব্যবধানে হেরে যান তিনি। এরপর থেকেই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করেন শ্রীনিবাস। অবশেষ লোকসভা ভোটের আগে দলবদল করলেন তিনি।

বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসকে তুলোধনা করেন মূর্তি। অভিযোগ তোলেন, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে কংগ্রেস নেতৃত্ব। মূর্তির কথায়, যারা আমার বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যুক্ত ছিলেন, আজ তারাই কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের সঙ্গে ঘুরছেন। ওদের এমন ব্যবহারই আমাকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করেছে।

গেরুয়া নামাবলী গায়ে চড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করাই সবচেয়ে ভালো। কর্নাটকে বিজেপি সরকার ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য।

Advertisements

২০২২ সালে মহম্মদকে নিয়ে সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেন অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো। এরপর মূর্তির বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। তখন থেকেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাঁর। বেঙ্গালুরুর প্রাক্তন মেয়র এবং কংগ্রেস নেতা সম্পথ রাজকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ।

মূর্তি বিজেপিতে যোগ দেওয়ায় দল বেঙ্গালুরু উত্তর লোকসভা আসনে আরও শক্তিশালী হবে বলে দাবি করেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, অখণ্ড শ্রীনিবাস মূর্তি বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি অনেকটাই বাড়বে। বেঙ্গালুরু উত্তর আসন থেকে আমাদের প্রার্থী ৩ লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবেন।