প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা করলেন সদ্য কংগ্রেস ত্যাগী গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad।) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী মোদী একজন অশোধিত লোক, কিন্তু তিনি মানবতার পরিচয় দিয়েছেন।”
উল্লেখ্য, গত ২৬ আগস্ট সোনিয়া গান্ধীকে নিজের ইস্ফতাপত্র পাঠিয়ে দেন আজাদ। নিজের ইস্ফতাপত্রে গুলাম নবী আজাদ লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে লিখছি যে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার অর্ধ শতাব্দীর পুরানো সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।’
গুলাম নবি আজাদ বলেন, ‘চিঠি লেখার আগে ও পরে ৬ দিন (জি-২৩) ঘুমাইনি, কারণ আমরা দলের জন্য রক্ত দিয়েছি। সেখানকার মানুষ আজ অকেজো… এটা দুঃখজনক যে কংগ্রেসের এমন মুখপাত্র রয়েছে যারা আমাদের সম্পর্কে এমনকি জানে না।
গুলাম নবি আজাদ সংসদে প্রধানমন্ত্রী মোদীকে রাহুল গান্ধীর আলিঙ্গনকে কটাক্ষ করে বলেন, “মোদীর সঙ্গে আমার নয়, তিনি।”