China PLA : ভারতে ঢুকে গবাদি পশু তাড়া করেছিল চিনের সেনা ! 

গত বছর ভারতে ঢুকে পড়েছিল চিনের সেনা (China PLA)। শক্রবার এমনই দাবি করেছেন বিজেপির (BJP) প্রাক্তন কাউন্সিলর উর্গিম চড়ন। তিনি দাবি করেছেন, লাদাখের (Ladakh) ঢুকে…

China PLA

গত বছর ভারতে ঢুকে পড়েছিল চিনের সেনা (China PLA)। শক্রবার এমনই দাবি করেছেন বিজেপির (BJP) প্রাক্তন কাউন্সিলর উর্গিম চড়ন। তিনি দাবি করেছেন, লাদাখের (Ladakh) ঢুকে পড়েছিল চিন। এমনকি গবাদিপশু, গ্রামবাসীদের তাড়া করেছিল বলেও তাঁর অভিযোগ। 

উর্গিম দাবি করেছেন, গত বছর ভারতের সীমা অতিক্রম করে চলে এসেছিল চিন। গ্রামবাসীদের বাধা দিয়েছিল গবাদি পশু বিচরণের কাজে। তাড়া করে গবাদি, পশু স্থানীয়দের হটিয়ে দেওয়া হয়েছিল চারণ ভূমি থেকে। 

   

বিজেপির প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ আরও মারাত্মক। তাঁর দাবি, সব কিছু দেখেও চুপ ছিল ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতবাসীর বিরুদ্ধে অন্য দেশের আগ্রাসন দেখেও নাকি কোনো ব্যবস্থা নেননি ভারতীয় জওয়ানরা! 

Advertisements

সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন উর্গিম। ভিডিওটি কয়াল গ্রামের বলে দাবি করা হয়েছে। সেঙ্গে জাংবু নদীর ধারে অবস্থিত এই গ্রাম। ভিডিওটির ফুটেজ অনুযায়ী, গবাদি পশু তাড়িয়ে সরানোর চেষ্টা করছে চিন দেশের সেনা।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News