যমুনায় ভাসছে ফেনা! বিজেপির বিরুদ্ধে ‘মিথ্যের’ অভিযোগে সরব কংগ্রেস

নয়াদিল্লি: সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে ছটপুজো। উত্তরপ্রদেশ, বিহারের মানুষেরা দেশের বিভিন্ন প্রান্তে নদী, জলাশয়ে সূর্যদেব ও ছঠি মাঈয়ার আরাধনা করছেন। এই আবহে যমুনার (Yamuna) জল নিয়ে দিল্লির বিজেপি (BJP) সরকারকে বিঁধল কংগ্রেস। এক্সে কংগ্রেসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দিল্লির কালিন্দী কুঞ্জ ঘাটে যমুনার (Yamuna) জ্বলে ভেসে যাচ্ছে দূষণের ফেনা।

Advertisements

কংগ্রেসের (Congress) অভিযোগ, “বিষাক্ত ফেনায় ভাসছে মা যমুনায়। কিন্তু বিজেপি সরকার যমুনা সাফাই নিয়ে মানুষকে মিথ্যে বলে বিভ্রান্ত করছে! আজ ছট মহাপরবে ভক্তরা এই নোংরা জলেই পুন্যস্নান সারছেন, পুজো-অর্চনা করছেন। দিল্লি সরকারের লজ্জা হওয়া উচিৎ।”

   

https://x.com/INCIndia/status/1982711837214007663

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা বলছেন, গত বছরের তুলনায় যমুনার জ্বলে কোনও পরিবর্তন হয়নি। দূষণের মাত্রা একই আছে। এক মহিলা বলেন, “এই নোংরা জ্বলে মানুষ কীভাবে স্নান করবেন, পুজো করবেন!” প্রসঙ্গত, চলতি বছর ভারী বর্ষায় অর্ধমৃত যমুনায় জল তো বেড়েছে, কিন্তু কমেনি দূষণ। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার দূষণ বয়ে চলেছেন মা যমুনা।

আপের তোপ

Advertisements

রবিবারেই দিল্লির প্রাক্তন শাসকদল আম আদমি পার্টি যমুনার (Yamuna) দূষণ নিয়ে রেখা গুপ্ত সরকারের বিরুদ্ধে তোপ দাগে। দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ দিল্লির বাসুদেব ঘাটের একটি ভিডিও পোস্ট করে বিজেপির তুলোধোনা করেন।

https://x.com/Saurabh_MLAgk/status/1982334343180906898

আপ বিধায়ক ভরদ্বাজ দাবী করেন, দিল্লির বাসুদেব ঘাটের একটি অংশকে যমুনার (Yamuna) মূলধারা থেকে পৃথক করে মোদীর (Narendra Modi) জন্য বরাদ্দ করা হয়েছে। বিভাজিত জলাধারের পাঁশ দিয়ে বয়ে চলেছে দূষিত যমুনা। নরেন্দ্র মোদী যখন বিহার নির্বাচনের আগে বিহারের মানুষদের ভোট টানতে পরিশুদ্ধ জ্বলে ছট পুজো করবেন, তখন আম জনতাকে ওই বিষাক্ত যমুনার জলেই ছটপুজো করতে হবে বলে মন্তব্য করেন সৌরভ ভরদ্বাজ।

দিল্লির প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রীর ভিডিওটি শেয়ার করে তোপ দেগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এক্সে তিনি লেখেন, “দিল্লিতে বিজেপি ছট পুজোর আস্থায় বিরাট আঘাত করেছে”।