মাফিয়া থেকে রাজনীতিতে পরিণত হওয়া আতিক আহমেদ ও তার ভাই আশরাফ হত্যার (Atiq Ashraf Murder) চারদিন পর বড় ধরনের বিভাগীয় ব্যবস্থা নিতে গিয়ে পাঁচ পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ। যার মধ্যে শাহগঞ্জ থানার এসও অশ্বিনী কুমার সিং ছাড়াও দুজন সাব-ইন্সপেক্টর এবং দুই কনস্টেবল রয়েছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, হত্যাকাণ্ডের স্থান থেকে শাহগঞ্জ থানা প্রায় ১০০-১৫০ মিটার দূরে। এই হত্যাকাণ্ডের বিষয়ে মঙ্গলবার বিকেলে এসও সহ সমস্ত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল এসআইটি। এরপর SIT রিপোর্টের ভিত্তিতে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৫ এপ্রিল পুলিশ মাফিয়া আতিক আহমেদ এবং আশরাফকে প্রয়াগরাজের কলভিন হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল। এ কারণে সংবাদমাধ্যমকর্মী হিসেবে আসা তিন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর বন্দুক ফেলে আত্মসমর্পণ করে হামলাকারীরা।
তিন অভিযুক্তকেই ১৯ এপ্রিল প্রয়াগরাজ আদালতে হাজির করা হয়। তিনজনকেই চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। হামলাকারীরা বাইকে করে ঘটনাস্থলে পৌঁছেছিল। হামলাকারীদের কাছে ছিল ডামি ক্যামেরা এবং মিডিয়ার মাইক আইডি। যার কারণে তাকে কেউ সন্দেহ করেনি।