ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী নিহত

ছত্তিশগড়ের কাঙ্কের এবং নারায়ণপুর জেলার সীমান্তবর্তী আবুজমাড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে (Chhattisgarh Encounte) পাঁচ মাওবাদী নিহত হয়েছে। শনিবার সকালের এই সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী…

Maoists killed in Dantewada encounter

ছত্তিশগড়ের কাঙ্কের এবং নারায়ণপুর জেলার সীমান্তবর্তী আবুজমাড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে (Chhattisgarh Encounte) পাঁচ মাওবাদী নিহত হয়েছে। শনিবার সকালের এই সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী আহত হন। বর্তমানে এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলমান রয়েছে।

বস্তার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “শনিবার সকাল ৮টা থেকে জেলার রিজার্ভ গার্ড (DRG), স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)-এর যৌথ বাহিনী মাওবাদীদের সঙ্গে প্রবল সংঘর্ষে লিপ্ত। এখনও পর্যন্ত পাঁচ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”

   

এছাড়া, সংঘর্ষে আহত দুই নিরাপত্তা কর্মীর অবস্থাও স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। সংঘর্ষস্থল থেকে একটি বড় অস্ত্রের মজুত উদ্ধার করেছে যৌথ বাহিনী।

অভিযানের গতি বৃদ্ধি
আবুজমাড় জঙ্গলে এই সংঘর্ষের কারণে এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভীষণ কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী সম্প্রতি এই এলাকায় একটি বৃহৎ তল্লাশি অভিযান পরিচালনা করেছিল, যার ফলশ্রুতিতেই এই সফল অভিযান সম্ভব হয়েছে।

গত ৪ অক্টোবরও নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানায় এক বিশাল অভিযান চালিয়ে ৩১ জন মাওবাদীকে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এবছর বস্তার অঞ্চলে মোট ১৯৭ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে।

এই জেলাগুলির মধ্যে রয়েছে বিজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর সহ আরও কয়েকটি অঞ্চল, যেখানে মাওবাদী কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছিল। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে মাওবাদীদের শক্তি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।