ভয়ানক সড়ক দুর্ঘটনা প্রাণ কাড়ল ৫ জনের, CCTV-তে ধরা পড়ল রোমহর্ষক ঘটনা

রাজ্যে এবার এক ভয়ানক সড়ক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। একসঙ্গে মৃত্যু হল ৫ জনের। ইতিমধ্যে ভয়ানক এই সড়ক দুর্ঘটনার ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে। এই ভিডিও দেখলে আপনিও শিহরিত হয়ে উঠবেন।

আজ বুধবার তামিলনাড়ুর বিরুধুনগর-মাদুরাই হাইওয়েতে তিরুমঙ্গলমের কাছে শিবরাকোট্টাইয়ে একটি দ্রুতগামী এসইউভির সঙ্গে মোপেডের সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনার ভিডিও প্রকাশ করেছে মাদুরাই পুলিশ।

   

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে নিহত পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং তারা মাদুরাইয়ের ভিল্লাপুরম পাড়ার বাসিন্দা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন