‘স্যার, আমরা জীবিত!’ নির্বাচনের আগে ভোটার তালিকায় ৫ জনকে ‘মৃত’ ঘোষণা

Bihar Voters

পটনা, ১১ অক্টোবর: সামনেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Elections)। হাতে এক মাসেরও কম সময়। তার আগেই অবাক করা কাণ্ড! বিহারে খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বলে চিহ্নিত ধরাইয়া ব্লকের বাতসার গ্রামের পাঁচ বাসিন্দা। (Bihar Legislative Assembly Elections)

Advertisements

Bihar Elections:  ৫ জনকে ভোটার তালিকায় মৃত ঘোষণা

   

ওই গ্রামের বুথ নম্বর ২১৬ এর বাসিন্দারা শুক্রবার বিডিও অরবিন্দ কুমারকে একটি স্মারকলিপি জমা দিয়ে বলেন, ‘স্যার, আমরা জীবিত।‘ (“Sir, we are alive.”)  জানা গিয়েছে, ওই ৫ ভোটার যাদের ‘মৃত’ বলা হয়েছে, তারা হলেন – মোহান শাহ (সিরিয়াল নম্বর ২), সঞ্জর যাদব (সিরিয়াল নম্বর ১৭৫), রামরূপ যাদব (সিরিয়াল নম্বর ২১১), নরেন্দ্র কুমার দাস (সিরিয়াল নম্বর ৩৬৪) এবং বিষ্ণবর প্রসাদ (সিরিয়াল নম্বর ৩৮০).

সমাজকর্মী ইন্দ্রদেব মণ্ডলের নেতৃত্বে এই ৫ জন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে এই ভুলের ফলে তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। ভোট প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এই ভুল।

Bihar elections

Bihar Elections:  কী বললেন বিডিও

Advertisements

বিডিও কুমার সমস্তটা শুনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বিএলও-কে দ্রুত ফর্ম-৬ পূরণ করে নাম প্রতিস্থাপনের নির্দেশ দেন। বিডিও কুমার পরিষ্কার জানান যে কোনও যোগ্য ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না।

এর আগে, বিহারের চম্পরণের বাগাহী পঞ্চায়েতের দুমরি গ্রামের ভোটার লিস্টে ১৫ জন ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে। অপর দিকে, ২০১৮ সালে মৃত সোনিয়া শারাহ এবং ২০২৫ এ মৃত তাঁর ছেলে মনিত মনি- দুজনকেই ভুলবশত যোগ্য ভোটার হিসেবে চিহ্নিত করা হয়। এমনকি ২০১৬ সাল পর্যন্ত যারা মারা গেছেন তাদের নামও ভোটার তালিকায় ছিল।

Bihar Elections:  বিহার নির্বাচনের নির্ঘণ্ট

২৪৩টি আসনের জন্য দুটি ধাপে হবে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে। ৬ এবং ১১ নভেম্বর হবে নির্বাচন। ১৪ ই নভেম্বর হবে ভোট গণনা।