সুশীলা কারকির সঙ্গে প্রথম ফোনালাপ, কি বললেন মোদী?

নয়াদিল্লি: ১২ সেপ্টেম্বর সুশীলা কারকি (Sushila Karki) নেপালের অন্তর্বর্তী প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এক্স-এ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার কারকির প্রায়…

নয়াদিল্লি: ১২ সেপ্টেম্বর সুশীলা কারকি (Sushila Karki) নেপালের অন্তর্বর্তী প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এক্স-এ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার কারকির প্রায় এক সপ্তাহ নেপালের দায়িত্ব সামলানোর পর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করলেন মোদী। বৃহস্পতিবারেও নেপালের শান্তি, সমৃদ্ধি এবিং দ্রুত উন্নয়নে ভারত সর্বদা সহায়তা করবে বলে ফের উল্লেখ করলেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চারদিন ব্যাপী সংঘর্ষে যারা মারা গিয়েছেন তাঁদের আত্মার শান্তিকামনা করেছেন তিনি।

কারকির সঙ্গে ফোনালাপের পর মোদী এক্স-এ লেখেন, “নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী (Nepal Interim PM) সুশীলা কার্কির সঙ্গে ফোনালাপ হয়েছে। সাম্প্রতি নেপালের মর্মান্তিক প্রাণহানির জন্য আন্তরিক সমবেদনা জানাই। শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারতের সমর্থন সর্বদা থাকবে।” এছাড়াও, আগামীকাল নেপালের জাতীয় দিবস উপলক্ষে নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং নেপালের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

   

প্রসঙ্গত, মঙ্গলবারেই কারকির সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাপ হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সুশীলা কারকির সঙ্গে সাক্ষাৎ করায় বৃহস্পতিবার ফোনালাপের আয়োজন করা হয়। সূত্রের খবর, শ্রীবাস্তব নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে দেশব্যাপী বিক্ষোভে ধ্বংস হওয়া সরকারি সম্পত্তি পুনর্নির্মাণে সহায়তা করার জন্য ভারতের আগ্রহের কথা জানিয়েছিলেন।

Advertisements

উল্লেখ্য, রক্তক্ষয়ী সংগ্রাম এবং তার পরবর্তী চারদিন ব্যাপী দেশজুড়ে সংঘর্ষের পর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকি। নেপাল সরকারের তথ্য অনুযায়ী, প্রতিবাদ-সংঘর্ষে প্রাণ হারান প্রায় ৭৫ জন। সেইসঙ্গে আহত হয়েছিলেন প্রায় ২১০০। দুর্নীতিগ্রস্ত কেপি শর্মা অলি সরকারের পতন ঘটিয়ে নিজেদের পছন্দের প্রার্থী সুশীলা কারকির হাতে দেশের দায়িত্ব তুলে দেয় নেপালের জেন-জি। আগামী ৫ মার্চ, ২০২৬ নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল (Ramchandra Poudel)।