Manipur Violence: মোদী আমেরিকায় আর মণিপুরে ফের এলোপাথাড়ি গুলি চলছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে, তখন ফের মণিপুরে চলল এলোপাথাড়ি গুলি। মণিপুরের অন্তত তিনটি জায়গা থেকে গুলি চলার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে,…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে, তখন ফের মণিপুরে চলল এলোপাথাড়ি গুলি। মণিপুরের অন্তত তিনটি জায়গা থেকে গুলি চলার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, মণিপুরে গুলি চলার ঘটনা মঙ্গলবার রাতের (জুন ২০)।

Advertisements

মঙ্গলবার রাতে মণিপুরের থাঞ্জজিং (Thangjing) থেকে রাত ১১;৪৫ নাগাদ অটোমেটিক রাইফেলস থেকে গুলি চালানোর আওয়াজ শুন্তে পাওয়া যায়। অন্তত ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চলেছে মণিপুরের থাঞ্জজিং-এ। রীতিমত চাঞ্চল্য ছড়ায়।

বিজ্ঞাপন

মণিপুরের থাঞ্জজিং ছাড়াও গেলজাং (Geljang) এবং সিংদা (Singda) থেকেও গোলেগুলির ঘটনার কথা শোনা যাচ্ছে। গেলজাং এবং সিংদা দুটোই কাংচুপ এলাকার আওতায় পড়ছে। গেলজাং এবং সিংদা থেকে ৫ রাউন্ড করে গোলাবষর্ণের আওয়াজ মঙ্গলবার রাত ৯টা নাগাদ শোনা যায়।

গুলির শব্দের আওয়াজ শোনার পরই ঘটনাস্থলে দ্রুত ছুঁটে যায় আসম রাইফেলের নিরাপত্তারক্ষীরা। তবে রাত ১১;৪৫ নাগাদ ১৫-২০ রাউন্ড গুলির শব্দ শোনার পরে আর কোনও গুলির আওয়াজ শোনা যায়নি।

এখনও জ্বলছে মণিপুর। উপত্যকা-সংখ্যাগরিষ্ঠ মেইটি (Meitei) এবং পাহাড়-সংখ্যাগরিষ্ঠ কুকি উপজাতির (Kuki tribe)মধ্যে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ে। মেইটি-রা তফসিলি উপজাতি (এসটি) বিভাগে (Scheduled Tribes ST) অন্তর্ভুক্তির দাবি জানায়। এই দাবির বিরোধিতা করে কুকিরা। এর ফলে ছড়িয়ে পড়ে হিংসা।

এখনও অবধি মণিপুরে ১০০ জনের উপর মানুষ মারা গিয়েছেন এই সংঘর্ষের ফলে। উভয় সম্প্রদায়ই একে অপরের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ এনেছে। গত ৩ মে থেকে মণিপুর রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।