সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার আগে আগুনের কবলে (Falaknuma Express) ফলকনুমা এক্সপ্রেস। ট্রেনের কামরায় দ্রুত আগুন ছড়াচ্ছে। ট্রেন দাঁড়িয়ে যেতেই যাত্রীরা কামরা থেকে ঝাঁপিয়ে নামেন
হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার ফলকনুমা এক্সপ্রেসের যাত্রীরা তীব্র আতঙ্কিত। আগুন কী করে ধরল তা স্পষ্ট নয়। তবে আগূনের শিখায় ঢেকে গেছে ফলকনুমার কামরা।
জানা যাচ্ছে যাত্রীরা অক্ষত। আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। তবে আগুন কামরার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসেন। আগুন নেভানোর কাজ চলে। যাত্রীরা বলছেন ভয়াবহ পরিস্থিতি ছিল। ট্রেন না দাঁড়ালে পুড়ে মরতে হতো।