Tirupati Fire: ফটোর দোকান থেকে আগুন ছড়িয়েছে, তিরুপতিতে তীব্র আতঙ্ক

"Devastating Fire at Tirupati Temple, Pilgrims Left Terrified as Property is Destroyed"

তিরুপতি মন্দির চত্বরে ভয়াবহ আগুন। (Tirupati Fire) শুক্রবার সকালে আচমকা আগুন লাগে মন্দিরের পাশের একটি দোকানে। হু হু করে পাশের সমস্ত দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আপাতত পুণ্যার্থীদের মন্দিরে ঢোকা বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। আগুন নেভানোর কাজও চলছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঘেরা তিরুপতির গোবিন্দস্বামী মন্দিরটি।

Advertisements

শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরের এলাকা আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মন্দির সংলগ্ন একটি ছবির দোকানে আগুন লাগে। দেবদেবীর ছবি তৈরি করে বিক্রি করা হয় ওই দোকানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আপাতত আগুন নেভানোর চেষ্টা চলছে।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরেই মন্দিরের ঢোকার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের মন্দিরে ঢুকতে বারণ করে স্থানীয় প্রশাসন। মন্দিরের ভেতর থেকে সকলকে বের করে আনা গেছে। যে দোকানে আগুন লেগেছে, সেখানের কর্মীদের খবর মেলেনি।

Advertisements

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে দোকানে। সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছে পুলিশ।