তিরুপতি মন্দিরে আগুন! আতঙ্কে হুড়োহুড়ি ভক্তদের, দেখুন ভিডিয়ো

তিরুপতি: ফের তিরুপতি মন্দিরে বিপত্তি৷ কিছুদিন আগেই ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল দক্ষিণ ভারতের এই মন্দিরে৷ এবার তিরুপতি মন্দিরে আগুন। সোমবার বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী…

তিরুপতি মন্দিরে আগুন! আতঙ্কে হুড়োহুড়ি ভক্তদের, দেখুন ভিডিয়ো

তিরুপতি: ফের তিরুপতি মন্দিরে বিপত্তি৷ কিছুদিন আগেই ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল দক্ষিণ ভারতের এই মন্দিরে৷ এবার তিরুপতি মন্দিরে আগুন। সোমবার বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু সরবরাহ কাউন্টারে আগুন লেগে যায়। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় মন্দির চত্বর৷ উপস্থিত পূণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ভয়ে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা৷ (fire breaks out at tirumala venkateswara temple)

কাউন্টার নম্বর ৪৭-এ আগুন fire breaks out at tirumala venkateswara temple

কাউন্টার নম্বর ৪৭-এ আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে অনুমান, কম্পিউটার সেটআপের সঙ্গে যুক্ত আনইন্টারাপটেবল পাওয়ার সাপ্লাই (ইউপিএস) সিস্টেমে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। 

ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকার মাঝেই হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে, ফলে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে মন্দিরের কর্মীরা দ্রুত পদক্ষেপ করারয় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে৷ 

Advertisements

পদপিষ্টের ঘটনা 

গত ৮ জানুয়ারি তিরুপতি মন্দিরে টিকিট বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৬ জনের। মূলত বৈকুষ্ঠ দর্শনের জন্য টোকেনের ব্যবস্থা করেছিল তিরুপতি মন্দির কৃর্তৃপক্ষ। সকাল থেকেই লম্বা লাইন শুরু হয় ভক্তদের। আচমকাই ভিড় নিয়ন্ত্রণ হারালে পদপিষ্টের ঘটনা ঘটে৷ 

দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় ও জাগ্রত মন্দির তিরুপতি। প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত লম্বা ভিড় থাকে ভক্তদের৷ ওই দিন বৈকুষ্ঠদ্বার দর্শনের জন্য টোকেন দেওয়া হবে বলে ঘোষণা হতেই টিকিট সংগ্রহের জন্য হুড়োহুড়ি পড়ে যায়৷ চরম বিশৃঙ্খলা তৈরি হয়৷ তাতেই ঘটে যায় পদপিষ্টের মতো ঘটনা৷