Fire: শহরজুড়ে চাঞ্চল্য, জ্বলছে আয়কর ভবন

লোকসভা ভোটের চতুর্থ দফার পরের দিনেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়ালো। এবার আগুন (Fire) লাগল আয়কর ভবনে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের ২১টি ইঞ্জিন। আগুন…

Fire: শহরজুড়ে চাঞ্চল্য, জ্বলছে আয়কর ভবন

লোকসভা ভোটের চতুর্থ দফার পরের দিনেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়ালো। এবার আগুন (Fire) লাগল আয়কর ভবনে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের ২১টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে বলে খবর।

যদিও মঙ্গলবার আগুনটি লেগেছে দিল্লিতে অবস্থিত আয়কর ভবনে। দমকলে এক আধিকারিক জানান, “বিকেল ৩.০৭ মিনিটে আমাদের কাছে আয়কর সিআর বিল্ডিংয়ে আগুন লাগার খবর আসে। আমরা মোট ২১টি দমকলের ইঞ্জিন পাঠিয়েছি। অধিকতর তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা স্থানীয় পুলিশকেও বিষয়টি অবহিত করেছি।”

আয়কর ভবনটি পুরাতন পুলিশ সদর দফতরের বিপরীতে অবস্থিত, যা এখনও তার কয়েকটি ইউনিটের জন্য বাহিনীর দখলে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ভবনের বাসিন্দারা জানালার ধারে আশ্রয় নিয়েছেন। যদিও ঠিক কী থেকে আগুনটি লেগেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

 

Advertisements