উপহার সিনেমা হলে আগুন, ফিরল ২৫ বছর আগের দুঃস্বপ্নের স্মৃতি

ফিরল ২৫ বছর আগের দুঃস্বপ্নের স্মৃতি। রবিবার সকালে ফের আগুন লাগল দিল্লির উপহার সিনেমা হলে। আগুন লাগার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল দিল্লিতে। রবিবার সকালের…

short-samachar

ফিরল ২৫ বছর আগের দুঃস্বপ্নের স্মৃতি। রবিবার সকালে ফের আগুন লাগল দিল্লির উপহার সিনেমা হলে। আগুন লাগার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল দিল্লিতে। রবিবার সকালের এই অগ্নিকাণ্ড ফের একবার ফিরিয়ে আনল ১৯৯৭ সালের মর্মান্তিক স্মৃতি। সেদিন সিনেমা দেখতে এসে এই উপহার হলেই আগুনে পুড়ে প্রাণ গিয়েছিল ৫৯ জনের।

   

দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে পৌনে ৫ টা নাগাদ দিল্লির গ্রিন পার্ক এলাকার পরিত্যক্ত এই প্রেক্ষাগৃহে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৯টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দিল্লির অগ্নিনির্বাপণ বিভাগের ডিরেক্টর অতুল গর্গ এদিন জানিয়েছেন, আগুনের প্রবল তাপে সিনেমা হলের বেশকিছু চেয়ার, মেঝে, ব্যালকনি ঘতিগ্রস্ত হয়েছে। তবে ওই সিনেমা হলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় কেউ হতাহত হয়নি। তবে কীভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।

প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, সিনেমা হলের ভিতরে পড়ে থাকা আসবাবপত্রে কোনওভাবে আগুন লেগেছিল। সেখান থেকেই আগুন ছড়িয়েছে। উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৩ জুন উপহার সিনেমা হলে চলছিল ‘বর্ডার’ সিনেমা। সে সময় এই হলে আগুন লেগেছিল। সেই আগুনে পুড়ে হলের ভিতরেই জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন, ৫৯ জন। জখম হন বহু দর্শক। অভিযোগ, সিনেমা হলে আগুন নেভানোর মতো যথাযথ ব্যবস্থা ছিল না। আসন সংখ্যা বাড়ানোর জন্য বন্ধ রাখা হয়েছিল হল থেকে বেরোনোর বেশ কয়েকটি রাস্তা। সেই ঘটনার পর থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে উপহার সিনেমা হল। এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী উপহার সিনেমা হল। রবিবার সকালে সেই উপহার হলেই ফের আগুন লাগল।