প্রয়াগরাজ: ফের মহাকুম্ভে বিপত্তি৷ পদপিষ্ট হয়ে ৩০ জন পূণ্যার্থীর মৃত্যুর শোক ভোলার আগেই ঘনাল নতুন বিপদ৷ এবার অগ্নিকাণ্ড মহাকুম্ভে। বৃহস্পতিবার প্রয়াগরাজের ছটনাগ ঘাটে আগুন লেগে যায়৷ নিমেষে ছড়িয়ে পড়ে আগুন৷ দাউদাউ করে জ্বলে যায় ১৫টি তাঁবু। সঙ্গে সঙ্গে কুম্ভের ওই ঘাটের দিকে ছুটে যায় দমকলের ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই খবর৷ হতাহতের কোনও খবর নেই৷ কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়৷
১৫টি শিবির পুড়ে ছাই
উল্লেখ্য, ১১ দিন আগেও কুম্ভমেলায় আগুন লেগেছিল৷ বৃহস্পতিবার সেক্টর ২২-এর ১৫টি শিবির পুড়ে ছাই হয়ে যায়৷ উত্তরপ্রদেশের দমকল বিভাগের আধিকারিক প্রমোদ শর্মা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, আজ ছতনাগ থানা এলাকায় আগুন লেগেছিল। ১৫টি শিবির পুড়ে খাক হয়ে গিয়েছে। আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ওই শিবিরগুলি প্রশাসনের অনুমোদন নিয়ে হয়নি।”
দমকল বাহিনী সূত্রে আরও জানা গিয়েছে, ভিড়ে ঠাসা কুম্ভমেলা প্রাঙ্গন৷ ঘাটের কাছে পৌঁছনোর জন্য কোনও রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। যাবতীয় বাধা কাটিয়েই পৌঁছয় বাহিনী। হতাহতের ঘটনা ঘটেনি৷
মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনা
তবে মৌনী অমাবস্যায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর এই অগ্নিকাণ্ডে মহাকুম্ভে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে৷ কীভাবে ওই তাঁবুগুলিতে আগুন লাগল, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি দমকল বিভাগ।
উল্লেখ্য, এর আগে ১৯ নম্বর সেক্টরের শাস্ত্রীয় ব্রীজের তলায় আগুন লেগেছিল। দু’বারের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেকটাই বেশি৷ গত ১৯ জানুয়ারির অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ২৫ থেকে ৩০টি তাঁবু৷ রান্নার গ্যাস থেকেই ছড়িয়ে পড়েছিল ওই আগুন।