তিরুপতি মন্দির চত্বরে ভয়াবহ আগুন। শুক্রবার সকালে আচমাকাইমন্দি আগুন লাগে মন্দিরের পাশের একটি দোকানে। হু হু করে পাশের সমস্ত দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আপাতত পুণ্যার্থীদের মন্দিরে ঢোকা বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন।
তিরুপতির চারপাশ থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। পূণ্যার্থীরা আতঙ্কিত। আগুনে পুড়ছে মন্দির।