Mumbai: আইসক্রিমের মধ্যে কাটা আঙুল কার? পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আইসক্রিমের ভিতর কাটা আঙুল কাণ্ডে তোলপাড় মুম্বই। তুঙ্গে বিতর্ক। এসবের মধ্যেই পুলিশি তদন্তে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। আইস্ক্রিমের ভিতর ওই কাটা আঙুল কার? ক্রমশ তা…

finger in ice cream belongs to factory staff

আইসক্রিমের ভিতর কাটা আঙুল কাণ্ডে তোলপাড় মুম্বই। তুঙ্গে বিতর্ক। এসবের মধ্যেই পুলিশি তদন্তে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। আইস্ক্রিমের ভিতর ওই কাটা আঙুল কার? ক্রমশ তা যেন স্পষ্ট হচ্ছে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, পুণের ইয়োম্মো আইসক্রিমের কারখানায় এক কর্মীর আঙুল কেটে গিয়েছিল দুর্ঘটনার দিন। আইসক্রিমটির প্যাকিংয়ের তারিখের মিলিয়ে সেই তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই কাটা আঙুলটির ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এই আশঙ্কা ঠিক কিনা।

   

প্রচণ্ড গরমে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৫০০! হাহাকার অবস্থা হজযাত্রীর

গত সপ্তাহে পশ্চিম মালাডের বাসিন্দা পেশায় চিকিৎসক ওরলেম ব্র্যান্ডন সেরাও তাঁর বোনের জন্য স্থানীয় দোকান থেকে এক নামী কোম্পানির আইসক্রিম কোন অর্ডার করেছিলেন অনলাইনে। এরপরই ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। ওই চিকিৎসকের কথায়, ‘আইস্ক্রিমের অর্ধেক খাওয়ার পর, আমার বোন মুখে একটি শক্ত টুকরো অনুভব করে। ভেবেছিল সেটি একটি বাদাম বা চকলেটের টুকরো হতে পারে। কিন্তু শক্ত বস্তুটি কী তা পরীক্ষা করার জন্য মুখের মধ্যে থেকে হাত দিয়ে বার করতেই তাজ্জব হয়ে যায়। আমি একজন ডাক্তার, তাই আমি জানি শরীরের অঙ্গগুলি কেমন দেখতে। সাবধানে খতিয়ে দেখতেই বুঝতে পারি যে, ওই শক্ত বস্তুতে নখ রয়েছে। দেখতে বুড়ো আঙুলের মতো। যা দেখেই আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

কামের মোহে বুঁদ চিকিৎসক! ভুলে গেলেন সবকিছু, তারপর…

আইস্ক্রিমের মধ্যে কাটা আঙুলের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অভিযোগ জানানো হয় পুলিশের কাছে।

ওই অভিযোগের ভিত্তিতে খাদ্যে ভেজাল ও মানবজীবন বিপন্ন করার অভিযোগে ইয়োম্মোর বিরুদ্ধে মামলা দায়ের করে। ভারতের ‘ফুড সেফটি স্ট্যান্ডার্ডস’ ইয়োম্মো-কে লাইসেন্স স্থগিত করেছে।