বড় চমক, লোকসভায় শপথ নিলেন ওম বিড়লা

লোকসভা ভোট মিটতেই আজ মঙ্গলবার বিরাট চমক দিলেন ওম বিড়লা (Om Birla)। আগামীকাল বুধবারই রয়েছে লোকসভার স্পিকার পদের জন্য নির্বাচন। কিন্তু তার আগেই সকলকে চমকে দিয়ে লোকসভায় শপথ নিলেন ওম বিড়লা।

আজ মঙ্গলবার অষ্টাদশ লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ বাছাইয়ের ব্যাপারে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এখন নির্বাচনের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটতে যাচ্ছে। লোকসভার অধ্যক্ষ পদের জন্য সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।  বিপ্লবী সমাজতান্ত্রিক দলের (আরএসপি) নেতা এন কে প্রেমাচন্দ্রন বলেছেন, সুরেশ তার মনোনয়ন জমা দিয়েছেন। গত লোকসভায় লোকসভার স্পিকার বিড়লা জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।

   

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল এবং ডিএমকে নেতা টি আর বালু লোকসভার স্পিকার পদে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে অস্বীকার করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কার্যালয় থেকে ওয়াকআউট করেন। বেণুগোপালের অভিযোগ, সরকার বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। ওম বিড়লা গতবার লোকসভার স্পিকার ছিলেন, আর কে সুরেশ আটবার সাংসদ ছিলেন। শুধু স্পিকার পদ নিয়েই নয়, এর আগেও প্রোটেম স্পিকার পদ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিরোধ ছিল। যখন সরকার ভর্তৃহরি মাহতাবকে প্রোটেম স্পিকার করেছিল। বিরোধীদের অভিযোগ, সরকার কে সুরেশের সিনিয়রিটিকে উপেক্ষা করেছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন