নয়াদিল্লি: “ছট উৎসবের ভাবাবেগে আঘাত”, বলে দিল্লির বিজেপি (BJP) সরকারকে কটাক্ষ করল আম আদমি পার্টি (AAP)। রবিবার দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এক্সে বাসুদেব ঘাটের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে আপ মন্ত্রী দাবী করেন, দিল্লির বাসুদেব ঘাটের একটি অংশকে যমুনার (Yamuna) মূলধারা থেকে পৃথক করে মোদীর (Narendra Modi) জন্য বরাদ্দ করা হয়েছে।
বিহার নির্বাচনের প্রাক্কালে বিহারী ভোটারদের আস্থা জিততে ওই ঘাটে নরেন্দ্র মোদী ছট উৎসব পালন করতে চলেছেন বলে দাবী করেন সৌরভ ভরদ্বাজ। ওই ঘেরা অংশে ফিল্টার হওয়া পরিশুদ্ধ জল আসছে পাইপ লাইনের মাধ্যমে। আর পাঁশ দিয়ে বয়ে চলেছে দূষিত যমুনা।
https://x.com/Saurabh_MLAgk/status/1982334343180906898
আপ নেতা সৌরভ দাবী করেন, দিল্লির “সোনিয়া বিহার থেকে গঙ্গার পরিশুদ্ধ জল পাইপ লাইনের মাধ্যমে নিয়ে এসে বাসুদেব ঘাটের ওই ঘেরা অংশে ঢালা হচ্ছে।” এই ঘটনাকে “ভারত সরকারের চুরি, জালিয়াতি” বলে উল্লেখ করেন সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)।
আপ নেতার আরও কটাক্ষ, “পূর্বাঞ্চলীয়দের যমুনা পরিষ্কার করা হয়েছে দেখাতে মোদীর জন্য এই ব্যবস্থা করেছে বিজেপি সরকার। কিন্তু সাধারণ মানুষ মল-মূত্র, আবর্জনায় ভরা দূষিত যমুনার জলে পালন করবেন ছট উৎসব”।
http://x.com/ArvindKejriwal/status/1982354914971181558
দিল্লির প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রীর ভিডিওটি শেয়ার করে তোপ দেগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এক্সে তিনি লেখেন, “দিল্লিতে বিজেপি ছট পুজোর আস্থায় বিরাট আঘাত করেছে”। যদিও আপ নেতার এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। প্রসঙ্গত, ছট পুজোয় হাজারও সংখ্যক মানুষ গঙ্গা, যমুনার পাড়ে হাজির হন সূর্যদেব এবং ছঠি মাঈয়ার পুজোয়। এই বছর ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছট উৎসব চলবে।


