পরিত্যক্ত হাসপাতালে একাধিক মানব ভ্রূণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আগরতলা (Tripura): পরিত্যক্ত হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল মানব ভ্রূণ। প্ল্যাস্টিকের কৌটর মধ্যে মোট তিনটি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।…

আগরতলা (Tripura): পরিত্যক্ত হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল মানব ভ্রূণ। প্ল্যাস্টিকের কৌটর মধ্যে মোট তিনটি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। তদন্ত শুরু করল পুলিশ। 

Advertisements

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায়। ওই রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়। শনিবার তেলিয়ামুড়ার প্রাক্তন গ্রামীণ হাসপাতাল কম্পাউন্ডের পরিতক্ত কোয়াটার বিল্ডিং-এ শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ দেখতে পায় দুটি প্লাস্টিক বোতলের মুখ বন্ধ অবস্থায় তিনটি নবজাতক শিশুর ভ্রূণ। শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে খবর দেয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ।

Advertisements

fetus recovered from tripura hospital

<

p style=”text-align: justify;”>তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালকে স্থানান্তরিত করার পর অম্পি চৌমুনীস্থিত পুরনো গ্রামীণ হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ বছর ধরে। এই পুরনো গ্রামীণ হাসপাতালে কম্পাউন্ডে ছিল হাসপাতালে কর্মরত ডাক্তার থেকে শুরু করে কর্মীদের কোয়াটার কমপ্লেক্স। দীর্ঘ বছর ধরে তেলিয়ামুড়ার পুরোনো গ্রামীণ হাসপাতালের বিল্ডিং গুলি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেখানের একটি জায়গা থেকেই ঢাকনা দিয়ে বন্ধ প্ল্যাস্টিকের কৌটোর মধ্যে ওই ভ্রূণগুলি উদ্ধার করা হয়েছে।