মহিলা নার্সের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! বেত্রাঘাত ও কারাদন্ডের সাজা!

নয়াদিল্লি: শুধুমাত্র মহিলারাই নন, পুরুষও যে যৌন নির্যাতন, হেনস্থার শিকার (Sexual Harassment) হন, তার ফের একবার প্রমাণ উঠে এল। সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি এক রোগীর নাতিকে যৌন হেনস্থা করায় গ্রেফতার হয়েছেন ভারতীয় মহিলা নার্স (Nurse)।

Advertisements

জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসে সিঙ্গাপুরের নামকরা রাফেলস হাসপাতালে চিকিৎসারত দাদুকে দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি। রোগীর সঙ্গে দেখা করানোর আগে তাঁকে “জীবাণুমুক্ত” করায় আছিলায় যৌন হেনস্থা করেন এলিপে শিভা নাগু (৩৪) নামক এক ভারতীয় মহিলা নার্স, বলে অভিযোগ। গত ১৮ জুন সন্ধ্যা ৭.৩০ টা নাগাদ শৌচাগারে যান নির্যাতিত ব্যক্তি।

অভিযোগ, এলিপে নামক ওই মহিলা নার্স বাথরুমে উঁকিঝুঁকি মারছিলেন। এরপর “জীবাণুমুক্ত” করার অজুহাতে, এলিপে ওই ব্যক্তির হাতে সাবান লাগিয়ে তাকে শ্লীলতাহানি (Sexual Harassment) করে, বলে অভিযোগ। ঘটনার দু-দিনের মাথায় ভারতীয় ওই নার্সকে (Nurse) গ্রেফতার করে সিঙ্গাপুরের পুলিশ। রাফেলস হাসপাতাল থেকেও তাঁকে নিলম্বিত করা হয়। শুক্রবার আদালত এলিপেকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুটি বেত্রাঘাতের সাজা দিয়েছে।

Advertisements

ভারতে যেখানে নির্ভয়া, আর জি করের মত নৃশংস গণধর্ষণ-খুনের ঘটনায় ন্যায়বিচার পেতে নির্যাতিতার পরিবারের জুতোর সুকতলা খয়ে যায়, সেখানে অন্যান্য দেশে পুরুষের উপর হেনস্থাতেও উল্লেখযোগ্য শাস্তি নিশ্চিত করে প্রশাসন।