পাটনা: বৃহস্পতিবার ‘গণতন্ত্রের উৎসব’-এ সামিল হয়েছে বিহার (Bihar)। এদিন প্রথম দফায় রাজ্যের ২৪৩ টি আসনের মধ্যে ১২১ টিতে ভোটগ্রহণ চলছে। বেলা ৩ টে পর্যন্ত ৫৩.৭৭% ভোটার ভোট ডান করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু এরই মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়ায় একাধিক বাধা-বিঘ্নের অভিযোগ তুলেছে বিরোধীরা।
দুপুরে আরজেডির (RJD) তরফে অভিযোগ করা হয় মহাগাঁঠবন্ধনের ভোটার সংখ্যা বেশি থাকা বুথগুলিতে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। পাশাপাশি, কংগ্রেস দাবী করে, নির্বাচন কমিশন ১০ টি জেলায় খারাপ EVM মেশিন পাঠিয়েছে। যদিও কংগ্রেসের এই দাবীকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে কমিশন। এক্সে কমিশনের তরফে জানানো হয়েছে, সব বুথেই ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হচ্ছে।
উপমুখ্যমন্ত্রীর উপর হামলা
অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে আরজেডি সমর্থকদের বিরুদ্ধে। লক্ষ্মীসরাই-এর বিজেপি প্রার্থী সিনহার উপর পাথর এবং গোবর ছুঁড়ে মারা হয়েছে বলে অভিযোগ। আক্রমণের পর ‘বুলডোজার অ্যাকশন’-এর হুমকি দিয়েছেন উপমুখ্যমন্ত্রী সিনহা। তিনি বলেন, “এরা আরজেডির গুন্ডা। এনডিএ ক্ষমতায় এসে এদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাবে। গুন্ডারা আমাকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। আমার পোলিং এজেন্টকে ফিরিয়ে দিয়েছে এবং তাকে ভোট দিতে দেয়নি”।
জনগণের অভিযোগ
https://x.com/RJDforIndia/status/1986345830853509221
অন্যদিকে, দানাপুর বিধানসভা কেন্দ্রে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীরা জানাচ্ছেন, ব্রিজ নেই। তাই ভোট দিতে যাওয়ার জন্য নৌকাই ভরসা ছিল। এখন সেটিও বন্ধ। আরজেডির অভজগ, “দানাপুর বিধানসভা কেন্দ্রে ১০,০০০ এরও বেশি ভোটারকে একটি নৌকার ভরসায় গ্রামে আটকে রাখা হয়েছে। জাতের তাঁরা ভোটকেন্দ্রে পৌঁছোতে না পারেন।”
https://x.com/RJDforIndia/status/1986320423567684068
অন্যদিকে,মুজাফফরপুর জেলার সাহেবগঞ্জ-৯৮ বিধানসভা কেন্দ্রের ১৪৭ নং বুথে ভোট দিতে গেলে ভোটারদের বলা হয়েছে, “আপনার ভোট পড়ে গিয়েছে”। তাঁদের বয়ানের ভিডিও শেয়ার করে রিগিং-এর অভিযোগে সরিব আরজেডি। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবী করেছে রাজ্যের প্রধান বিরোধী দল।


