নয়াদিল্লি: একাধিক দাবিদাওয়া নিয়ে আজ, শুক্রবার ‘সংসদ ভবন’ অভিযানের ডাক দিয়েছেন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একাংশ। দুপুর ১টায় পঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমানা শুরু করে সংসদ ভবনে পৌঁছবে কৃষকদের মিছিল। কৃষকদের কর্মসূচিকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি-পঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমান্ত। রণসজ্জার প্রস্তুত দিল্লি প্রশাসন। কোনও ভাবেই কৃষকদের সংসদ চত্বর পর্যন্ত পৌঁছতে দেওয়া যাবে না৷ কড়া নির্দেশ মোদী সরকারের। শম্ভু সীমানায় মোতায়েন প্রচুর পুলিশ৷ (Farmers Parliament March)
সীমান্ত জুড়ে নিরাপত্তা Farmers Parliament March
কৃষকদের অভিযানে অশান্তি এড়াতে পঞ্জাব সীমান্তে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করেছে হরিয়ানা পুলিশ। তিনটি অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে৷ সীমান্তে মোট সাতস্তরীয় নিরাপত্তা রয়েছে৷
কী নিয়ে প্রতিবাদ Farmers Parliament March
কৃষকরা মূলত তাঁদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবিতে এই মিছিলের ডাক দিয়েছে৷ যার নেতৃত্বে রয়েছে কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক)৷ এমএসপি’র আইনি নিশ্চয়তার পাশাপাশি ঋণ মুকুব, কৃষক ও কৃষি শ্রমিকদের জন্য পেনশন এবং বিদ্যুতের ট্যারিফ বৃদ্ধির বিরোধিতা করেও সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ ২০২১ সালে লখিমপুর খেরির ঘটনায় বিচারের দাবিও তুলে সরব হয়েছেন কৃষকরা।
আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার কারণে পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত এবং দিল্লির কেন্দ্রে অংশে বড় ধরনের ট্রাফিক সমস্যা হতে পারে। প্রশাসনের তরফে সকলকে বিকল্প রুট ব্যবহার করা এবং রিয়েল-টাইম ট্রাফিক আপডেটের দেখা চলাচল করার পরামর্শ দিয়েছে৷
পায়ে হেঁটে অভিযান
গত ১৩ ফেব্রুয়ারি থেকেই লাগাতার কৃষক আন্দোলন চলছে৷ দিল্লি লাগোয়া পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু সীমান্ত এবং খানাউড়ি সীমানায় টানা অবস্থান চলছে পঞ্জাব ও হরিানার কৃষকদের। কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের জানিয়েছেন, এ বার আর ট্র্যাক্টর নয়, পায়ে হেঁটে মিছিল করবেন কৃষকেরা। এদিকে, এলাকায় চার জনের বেশি মানুষের মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ফলে কৃষকেরা মিছিলের অনুমতি পাবেন না বলেই মনে করা হচ্ছে৷
Bharat: Farmers from Punjab and Haryana march to Parliament today, demanding legal guarantee of MSP, loan waivers, pensions, and fair electricity tariffs. Tight security at Delhi borders aims to prevent unrest. Expect significant traffic disruptions.