“নেপালকে ভালোবাসলে সেখানেই থাকুক” রাহুলের Gen-Z আহ্বানকে কটাক্ষ ফড়নবিশের

মুম্বই: ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫-এ যোদ দিয়ে কংগ্রেসের বিরপদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঘুয়ে দিলেন তিনি৷…

Fadnavis slams Rahul Gandhi 

মুম্বই: ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫-এ যোদ দিয়ে কংগ্রেসের বিরপদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঘুয়ে দিলেন তিনি৷ জেন জেড-এর কাছে রাহুলের ভোট চুরি রোধের আহ্বানকে কার্যহীন ও রাজনৈতিক উস্কানিমূলক বলে মন্তব্য করলেন ফড়নবিশ৷ 

‘নেপালে গিয়ে থাকুক’

এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, “যারা নেপালকে এত ভালোবাসেন, তারা সেখানে থাকুন। ভারতের যুবসমাজের কাছে আন্দোলনে অংশ নেওয়ার সময় নেই। জেন জেড নতুন চিন্তাভাবনা করে, তারা দেশের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করছে। রাহুল গান্ধীর আহ্বান কাজ করবে না।”

   

মুখ্যমন্ত্রী আরও জানান, “ঐতিহাসিকভাবে ভারত ও নেপালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আজ দুই দেশ সম্পূর্ণ আলাদা বাস্তবতায় দাঁড়িয়ে। ভারত দ্রুত বিকাশ করেছে এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের যুবসমাজ স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রকৌশল ও বায়োটেকনোলজি খাতে নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় যুবসমাজ ইতিমধ্যেই বিশ্বকে ছুঁয়ে যাচ্ছে।”

যুবসমাজের কর্মকুশলতা এবং চিন্তাভাবনা ভিন্ন Fadnavis slams Rahul Gandhi 

ফড়নবিশ আরও বলেন, “রাহুল গান্ধী এখনও আশাবাদী যে কেউ ক্ষমতাসীন সরকারের পতন ঘটাতে পারবে। তবে জেন জেড-এর কাছে তিনি আর কতটা প্রাসঙ্গিক, তা স্পষ্ট নয়।”

Advertisements

মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “ভারতের যুবসমাজের কর্মকুশলতা এবং চিন্তাভাবনা ভিন্ন। তারা আন্দোলনের জন্য নয়, দেশ ও নিজেদের ভবিষ্যতের জন্য কাজ করছে।”

এই মন্তব্যের মাধ্যমে ফড়নবিশ কার্যত রাহুল গান্ধীর রাজনৈতিক আহ্বানকে খারিজ করে ভারতের তরুণ সমাজের বাস্তবধর্মী কর্মপরিকল্পনা ও সাফল্যের উপর গুরুত্বারোপ করেছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News