রবিবার সকালে দিল্লির বিস্ফোরণ নাশকতা?

রবিবার সকালেই বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল (Delhi Blast) দিল্লির রোহিনী এলাকার প্রশান্ত বিহারে। সাত সকালেই বিকট শব্দ শোনা যায় এলাকায়। এরপরই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে…

blast

রবিবার সকালেই বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল (Delhi Blast) দিল্লির রোহিনী এলাকার প্রশান্ত বিহারে। সাত সকালেই বিকট শব্দ শোনা যায় এলাকায়। এরপরই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

নাশকতা নাকি দুর্ঘটনা? তদন্ত চলছে। গত কয়েকদিন ধরে বারবার বোমা হামলার আতঙ্ক ছড়িয়েছে ভারত থেকে যাওয়া একাধিক বিমানে। এবার রবিবার সকালে হলো রাজধানীতে বিস্ফোরণ। এই ঘটনা সোমবার হলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারত বলে মনে করা হচ্ছে। 

   

 দেখা যাচ্ছে, সিআরপিএফ স্কুলের সামনে ফাটে বোমা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বম্ব স্কোয়াড ও পুলিশের দল। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত জখম বা হতাহতের খবর নেই।

সূত্রের খবর, আজ রবিবার সকাল ৭টা ৫০ নাগাদ পিসিআর কলে তাঁদের কাছে বোমা (Delhi Blast) বিস্ফোরণের খবর আসে। তারপরই ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন স্কুলের পিছনের দেওয়ালের দিকে বিস্ফোরণ ঘটে। তবে এই ভয়াবহ ঘটনার জেরে কোনও ক্ষতি হয়নি৷ সেই সঙ্গে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷ কারণ রবিবার স্কুল বন্ধ থাকায় কোনও ক্ষতি হতে দেখা যায়নি৷

তবে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফরেন্সিক টিম। দিল্লি পুলিশের (Delhi Blast) স্পেশাল সেলও পৌঁছয় ঘটনাস্থলে।ফরেন্সিক টিম এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। ডাকা হয় দমকলকেও। কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে সামনেই উৎসবের মরশুম। দীপাবলির উৎসবে মাতবে। বাজারে দোকানে ভিড় অত্যন্ত বেশি। সেই সুযোগে জঙ্গিরা নাশকতা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রতিবারই উৎসবের দিনগুলিতে নাশকতা ছড়ানোর জন্য জঙ্গিরা তৎপর হয়ে থাকে। সেকারণেই সিআরপিএফ স্কুলের সামনে এই বিস্ফোরণকে হালকা ভাবে নিতে চাইছে না পুলিশ প্রশাসনও।