নয়াদিল্লি: ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দিল্লি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহিপালপুরে র্যাডিসন হোটেলের সামনে হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দমকল ও পুলিশে খবর পৌঁছয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে কর্তৃপক্ষ। তিন দিন আগেই লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১২ জন। সেই আতঙ্কের আবহ এখনও পুরোপুরি কাটেনি, তার মধ্যেই ফের এই শব্দে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে।
র্যাডিসন হোটেলের সামনে বিস্ফোরণের শব্দ
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির দাবি, তিনি গুরুগ্রামের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই র্যাডিসন হোটেলের সামনে প্রবল বিস্ফোরণের মতো শব্দ শোনেন। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও পুলিশ বাহিনী। এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। তবে দীর্ঘ অনুসন্ধানের পরও কোনও বিস্ফোরণ বা নাশকতার চিহ্ন মেলেনি।
বাসের টায়ার ফেটে শব্দ
পরে তদন্তে জানা যায়, আসলে একটি ডিটিসি বাসের টায়ার ফেটেই ওই জোরালো শব্দ হয়েছিল। হোটেলের নিরাপত্তারক্ষীরাও জানিয়েছেন, ধৌলা কুয়ার দিকমুখী একটি বাসের পিছনের টায়ার হঠাৎ ফেটে যায়, তাতেই আতঙ্ক ছড়ায় আশপাশে।
যদিও আজকের ঘটনায় কোনও নাশকতার প্রমাণ মেলেনি, কিন্তু টানা দুই ঘটনার পর সতর্ক রয়েছে দিল্লি পুলিশ। লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ১৫ জন। সেই তদন্ত এখনও চলছে। ফলে র্যাডিসন হোটেলের ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।


