মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় জোরালো বিস্ফোরণ, মৃত এক, আশঙ্কাজনক আরও পাঁচ

মুম্বই: ভয়াবর বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের ভান্ডারা জেলার অস্ত্র কারখানা ও সংলগ্ন এলাকা। শুক্রবার সকালে ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটে। দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী৷…

explosion at ordnance factory in maharashtra

মুম্বই: ভয়াবর বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের ভান্ডারা জেলার অস্ত্র কারখানা ও সংলগ্ন এলাকা। শুক্রবার সকালে ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটে। দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী৷ পৌঁছেছে স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দলও। উদ্ধারকাজে এগিয়ে এসেছন স্থানীয়রাও। এই বিস্ফোরণে  এক জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। (explosion at ordnance factory in maharashtra)

অর্ডিন্যান্স কারখানায় বিস্ফোরণ explosion at ordnance factory in maharashtra

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে জওহর নগরে অবস্থিত ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা জানাচ্ছেন, ওই কারখানা থেকে পাঁচ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

বিস্ফোরণের জেরে ধসে পড়ে কারখানার ছাদ৷ ১৪ জন কর্মী আটকে পড়েন বলে খবর। তাঁদের মধ্যে মাত্র দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এখনও ১২ জন কর্মী ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে৷ তবে তাঁদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা স্পষ্ট নয়৷ 

জেলাশাসক সঞ্জয় কোলতে যা জানালেন explosion at ordnance factory in maharashtra

ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানান, “ভান্ডারা জেলার জওহর নগরে অবস্থিত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের পর দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।” 

এছাড়া, ঘটনাস্থলে রয়েছে পুলিশ, ভূমি রাজস্ব কর্মকর্তা এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষ৷  রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF)ও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Advertisements

মোদী সরকারকে বিঁধল কংগ্রেস

মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোলে এই ঘটনার প্রেক্ষিতে মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে৷ তাঁর কথায়, ‘‘এটি মোদী সরকারের একটি বড় ব্যর্থতা।’’

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি৷ ঘটনার তদন্ত চলছে। কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে ১৪ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে জীবিত বার করে আনা হয়েছে। এক জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি ১১ জনের খোঁজ চলছে৷

Bharat: Explosion rocks Bhandara district’s weapon factory in Maharashtra. Firefighters and rescue teams rush to the scene. One confirmed dead, with fears of at least five more casualties. Incident occurred at 11 AM on Friday.