Exit Poll দিচ্ছে স্বস্তি, CPIM কে অস্বস্তিতে ফেলে ত্রিপুরায় শাহ বরণে সরগরম BJP

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি:

উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের নির্বাচনী ফলাফলের গতি ইঙ্গিত করা এক্সিট পোল (Exit Poll) বিশ্লেষণ সর্বভারতীয় বিজেপিতে স্বস্তির হাওয়া। ঠিক তেমনই স্বস্তিতে উত্তর পূর্বের ভাজপা। কারণ, মণিপুরেও ক্ষমতাসীন বিজেপি বৃহত্তম দল হতে চলেছে বলেই ভোট পরবর্তী সমীক্ষা বলছে। রাজধানী দিল্লির বিরোধী রাজনৈতিক দলগুলির শিবিরে খানিকটা গুমসুমি ভাব। সবার কথা, এক্সিট পোল হিসেব সবসময় মেলে না। অথচ এই সমীক্ষা চার বছর আগে ত্রিপুরায় টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের পতন ইঙ্গিত দিয়েছিল। ফলাফলে সেটাই হয়।

   

ত্রিপুরায় বিজেপি জোট সরকারের চার বছরের মধ্যেই আগেই বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও সরকার বিরোধী জনমতের প্রভাব  সম্প্রতি দেখিয়েছিল বিরোধী দল সিপিআইএম। দলটির রাজ্য সম্মেলন উপলক্ষে বিরাট জনসভায় আগরতলায় বিবেকানন্দ স্টেডিয়ামে (আস্তাবল ময়দান) সেই সমাবেশে বামফ্রন্ট শক্তি আলোচিত হয় বিজেপি শিবিরেও।

এবার সরকারপক্ষ বিজেপির শক্তি দেখানোর পালা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিপুল উদ্দীপনায় বরণ করতে তৈরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পশ্চিমবঙ্গে টানা বিজেপির পরাজয় ও সিপিআইএমের নিচে নেমে গিয়ে তৃতীয় স্থানে পৌঁছে যাওয়া বিজেপি ত্রিপুরায় গত কয়েকদিন ছিল কার্যত নীরব। এক্সিট পোল বের হতেই সোমবার রাত থেকে চাঙ্গা তারা। এসেছে স্বস্তির হাওয়া। সেই স্বস্তি নিয়েই অমিত শাহ আগরতলা থেকে তাঁর দলকে বার্তা দেবেন।

Exit Poll দিচ্ছে স্বস্তি, CPIM কে অস্বস্তিতে ফেলে ত্রিপুরায় শাহ বরণে সরগরম BJP

ত্রিপুরা বিজেপি জানাচ্ছে, সরকারের চারবছর পূর্তি উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার কেন্দ্রীয় সমবায় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ ময়দানে সুবিশাল জনসমাবেশ হবে।

এদিকে প্রধান বিরোধী দল সিপিআইএমের বাড়ল অস্বস্তি। কারণ এই ময়দান থেকেই দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির মুন্ডপাত করে বলেছিলেন পাঁচ রাজ্যের ভোটের ফল বিজেপির ভরাডুবির ইঙ্গিত। এক্সিট পোলের হিসেবে অস্বস্তির হাওয়া বইছে। উৎফুল্ল বিজেপি শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন