খুন করে স্ত্রীর দেহ কুচি কুচি করে প্রেসার কুকারে সেদ্ধ! চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্বামীর

হায়দরাবাদ: পৈশাচিক! স্ত্রীকে খুন করে দেহ কুচি কুচি করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী৷ তারপর একটি লেকে তা ফেলে আসেন তিনি৷ এদিকে, মেয়ের…

ex-army man kills wife dismembers body

short-samachar

হায়দরাবাদ: পৈশাচিক! স্ত্রীকে খুন করে দেহ কুচি কুচি করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী৷ তারপর একটি লেকে তা ফেলে আসেন তিনি৷ এদিকে, মেয়ের খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর বাবা-মা৷ জেরায় নিজের মুখে খুনের কথা স্বীকার করেন হায়দরাবাদের ওই প্রাক্তন সেনাকর্মী৷ তাঁর মুখে এ কথা শুনে স্তম্ভিত পুলিশ। তবে তাঁর দাবি যাচাই করতে তদন্তে শুরু হয়েছে৷ 

   

জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ex-army man kills wife dismembers body

গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বছর পঁয়ত্রিশের বেঙ্কট মাধবী৷ মেয়ের খোঁজ না পেয়ে থানায় যায় তাঁর বাবা-মা। ১৮ জানুয়ারি নিখোঁজ ডায়েরি করা হয়। প্রাথমিক ভাবে জানা যায়, পারিবারিক অশান্তির জেরেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন মাধবী। তাঁর খোঁজ শুরু করে পুলিশ। তাঁকে শেষ কবে, কোথায় দেখা গিয়েছিল, তিনি কোথায় যেতে পারেন, সেই সূত্র ধরে তদন্ত শুরু হয়৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ আর তাতেই পুলিশের হাতে উঠে আসে হাড়হিম করা তথ্য।

অপরাধ স্বীকার করে নেন মাধবীর স্বামী তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী গুরু মূর্তি৷ তিনি পুলিশকে জানান, তিনিই তাঁর স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করে ফেলেছেন। বছর পঁয়তাল্লিশের ওই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর দাবি আদৌ সত্য কি না, সেটাই এখন তদন্ত করে দেখছে পুলিশ৷ 

মাংস কেটে প্রেসার কুকারে সেদ্ধ ex-army man kills wife dismembers body

অবসরপ্রাপ্ত সেনাকর্মী মূর্তি বর্তমানে তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করেন। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, গত ১৫ জানুয়ারি তিনিই তাঁর স্ত্রীকে খুন করেছেন। অপরাধ লোকাতে স্ত্রীর দেহ প্রথমে টুকরো টুকরো করে কাটেন। তারপর শরীরের মাংস এবং হাড় আলাদা করেন। মাংসের টুকরোগুলিকে প্রেশার কুকারে সেদ্ধ করেন এবং হাড়গুলিকে হামানদিস্তা দিয়ে গুঁড়ো গুঁড়ো করেন৷ গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে তিন দিন সময় লাগে তাঁর। অবশেষে সেদ্ধ মাংস এবং হাড়ের গুঁড়ো নিয়ে মীরপেট হ্রদে ফেলে দিয়ে আসেন৷ 

Bharat: Ex-Army man kills wife, dismembers her body, and boils parts in a pressure cooker before dumping them in a lake. Police uncover the crime after a missing person report. Investigation underway.