Tripura Election: বঙ্গে ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করা মোদী ত্রিপুরায় কতবার আসবেন প্রচারে, বিজেপি কর্মীদের ক্ষোভ

Modi's name is in the campaign for Tripura Election

প্রার্থী নিয়ে ক্ষোভের আগুনে পুড়ছে ত্রিপুরার শাসক দল বিজেপি। চলছে গণহারে যুবমোর্চা নেতাদের পদত্যাগ পত্র জমা। একাধিক আসনে প্রার্থী বয়কট শুরু করেছেন দলীয় নেতা কর্মীরা। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের (Tripura Election) প্রচার নিয়ে তারকা খচিত প্রচারক তালিকা দিল বিজেপি। এই তালিকায় মোদীর নাম থাকলেও তিনি কবে আসবেন তা নিশ্চিত নয় রাজ্য বিজেপির কাছে।

বিজেপি মণ্ডল নেতাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের ভোটে মোদী ও অমিত শাহ কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। ২০২১ সালে সে রাজ্যে যদিও বিজেপি সরকার গড়তে পারেনি। আর ত্রিপুরায় ২০১৮ সালে বিজেপি প্রথমবার সরকার গড়েছে। এবারের নির্বাচন খুবই কঠিন মানছেন দনীয় নেতারা। এমনকি বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একই বার্তা দিয়েছেন। এই পরিস্থিতিতে মোদী ও অমিত শাহর প্রচারে অনাগ্রহ কেন তা নিয়ে বিজেপি নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন। মোদী ও শাহর প্রচার নামমাত্র বলেই মনে করছেন তারা।

   

বিজেপির প্রচারক তালিকায় মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, হিমন্ত বিশ্বশর্মা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন। তেমনই আছেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির নেতারা। বিজেপি সূত্রে খবর এই প্রচারে কে কতবার আসবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন