Narendra Modi: টফিতে কর! “শিশুর মুখের হাসিও করের আওতায় এনেছে কংগ্রেস” কটাক্ষ মোদীর

Even Children’s Toffees Weren’t Spared: PM Modi Slams Opposition Over GST Policies
Even Children’s Toffees Weren’t Spared: PM Modi Slams Opposition Over GST Policies

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)  কটাক্ষ করে বলেছেন, শিশুরা খেলতে বা মিষ্টি খেতে ভালবাসে তাই সে সব জিনিসেও আর কর বসছে—এমনকি টফিতেও! তাঁরা বলেছেন, “আমরা বলেছিলাম ‘গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স’—কিন্তু তার মানে শিশুর টফিতেও কর বসিয়ে রাখা!” এই কটাক্ষে রাজনৈতিক মহলে নতুন উত্তাপ দেখা গেছে। প্রতিবাদের মুখে কংগ্রেস অবশ্য পাল্টা জবাব দিতে দেরি করেনি।

মোদীর তোপ—কেন এমন মন্তব্য?

   

মোদী’র (Narendra Modi)  দাবি, কংগ্রেস “গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স” ও “ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স” নামে বড় বড় স্লোগান দিয়েছিল, কিন্তু বাস্তবে তারা কোটি কোটি পরিবর্তন আর বিভিন্ন ধরনের কর ব্যবস্থা তৈরি করেছে—যা এখন “ওয়ান নেশন, নাইন’ ট্যাক্স” হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশুর প্রয়োজনীয় কিছু জিনিসেও কর বসিয়েছে, যা দারিদ্র্যের কারণে পরোক্ষে কষ্ট দেয়,। 

কংগ্রেসের পাল্টা আক্রমণ

কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “মোদি সরকার ‘গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স’ না করে ‘ওয়ান নেশন, নাইন’ ট্যাক্স’ বানিয়ে ফেলেছে। এতবছর ধরে কংগ্রেস সরল কর প্রবর্তনের দাবি করে আসছে—আজ সরকার এ, জাগ্রত হয়েছে”—এই তিক্ত মন্তব্য করেছেন খাড়গে। তিনি আরও বলেন, “যে সব নীতি দরিদ্রদের উপর চাপ বাড়ায়, যেগুলো শিশুদের টফিতে কর আরোপ করে—সেগুলো নিরন্তর গণতন্ত্রের স্বপ্নের পরিপন্থী”, প্রদর্শন করেছেন রাজনীতির মঞ্চে খাড়গের অবস্থান।

সামগ্রিক প্রভাব ও রাজনৈতিক প্রতিক্রিয়া

এই মন্তব্য রাজনৈতিক ক্ষেত্রকে উত্তপ্ত করেছে। মোদীর তোপ—“টফিতেও কর!”। এই ধরনের মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটকে সাধারণ মানুষের জীবনের ছোট ছোট জিনিসে কর বসানোর বিতর্কে নিয়ে আসে। এতে সাধারণ মানুষ—বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত—নিজেদের জীবনে করের প্রভাব অনুভব করতে পারে। কংগ্রেসও এটিকে প্রচারণার গুরুত্বপূর্ণ হাতিয়ায় পরিণত করছে আর মোদি আবার তা ব্যঙ্গের মাধ্যমে সামনে নিয়ে আসছেন।

সাম্প্রতিক রাজনৈতিক বিস্তার

GST–সহ বিভিন্ন বিষয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই সমালোচনামূলক লড়াই চলমান। কংগ্রেস অভিযোগ তুলেছে যে GST–এর কাঠামো দরিদ্র ও মধ্যবিত্তকে বেশি চাপ দিচ্ছে, এবং করের বোঝা সাধারণ মানুষের উপর বেশি—“যেখানে GST–এর ৬৪ % অংশ নীচের অর্ধেক অর্থনৈতিক শ্রেণির কাছ থেকে গৃহীত হয়, অথচ মাত্র ৩ % কর আসে ধনীদের থেকে।”

এ ছাড়া খাড়গে বলছেন, মোদিকে উপস্থাপিত হয়েছে—“One Nation, Nine Taxes” এবং সরকারের GST সংস্কার অনেক দেরিতে হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন