Narendra Modi: প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারতে কাতারে কাতারে আসছে চিতা

India is importing tweenty more Cheetahs from Africa for wildlife project

আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) জন্মদিন পালিত হতে চলেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচির পরিকল্পনা আছে। দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে চিতা উপহার দেওয়া হবে। দেশে ফিরতে চলেছে চিতা (Cheetah)। ১৯৫২ সালে দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রাণী। তবে ভারতে চিতার সমগোত্রীয় লেপার্ডের দেখা মেলে।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে নামিবিয়ার রাজধানী উইনডক থেকে আটটি চিতা পাঠানো হচ্ছে।সূত্রের খবর,  ১৬ সেপ্টেম্বর ৫টি স্ত্রী ও ৩টি পুরুষ-সহ ৮টি চিতা চার্টার্ড বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। ১৭ তারিখ সকালে জয়পুরে সেই বিমান অবতরণ করবে। সেখান থেকে হেলিকপ্টারে করে কুনো জাতীয় উদ্যানে তাদের নামিয়ে দেওয়া হবে।

   

এই পদক্ষেপের প্রশংসা করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, এর ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখা আরও সহজ হবে।

নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনার প্রস্তুতি চলছে। নামিবিয়ার সঙ্গে চুক্তির ফলে প্রাথমিকভাবে ৮টি চিতা ভারতে আনার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা ভারতে আসতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন