চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন! তারপর কী হল ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেসের?

উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপূর্বে রেল ঘিরে চাঞ্চল্য। আসমে ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস রক্ষা পেল বড় দুর্ঘটনার হাত থেকে। মঙ্গলবার রাতে, ডিব্রুগড়…

engine detached from running dibrugarh howrah kamrup express train in assam

উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপূর্বে রেল ঘিরে চাঞ্চল্য। আসমে ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস রক্ষা পেল বড় দুর্ঘটনার হাত থেকে। মঙ্গলবার রাতে, ডিব্রুগড় রেল স্টেশন ছাড়ার কয়েক কিলোমিটার পরই ট্রেনের ইঞ্জিন, বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চলন্ত ট্রেন থেকে এভাবে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে, এর জেরে কোনও হতাহতের খবর নেই।

Advertisements

চলন্ত ট্রেন-স্টেশনে ভয়ঙ্কর সব স্টান্ট, এবার করলেই চরম মাশুল, প্রস্তুত RPF

বিজ্ঞাপন

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। লোকোপাইলট ও রেলের প্রযুক্তি বিষয়ক টিমের তৎপরতায় বড় বিপত্তি রোখা গিয়েছে বলেও দাবি রেলের।

অসমের ডিব্রুগড় থেকে পশ্চিমবঙ্গের হাওড়ায় আসছিল কামরূপ এক্সপ্রেস। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ এই বিপত্তি ঘটে। লোকোপাইলট ট্রেন চালাতে চালাতে বুঝতে পারেন যে, ইঞ্জিন থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু দেখা যায়, ট্রেন তখনও চলছে। তবে তার গতি কমে গিয়েছে। তারপর সেটিকে থামানো হয়।

ঘটনার এক ঘন্টার মধ্যে বুধবার নির্ধারিত সময়ে হাওড়া পৌঁছেছে কামরূপ এক্সপ্রেস।