নির্বাচনের আগে ফের কাশ্মীরে এনকাউন্টার, সেনার গুলিতে নিকেশ জঙ্গি

শ্রীনগর: ফের একবার সেনা জঙ্গি সংঘর্ষে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। শুরু হল এনকাউন্টার (Encounter)। জানা গিয়েছে, আজ শবিবার উত্তর কাশ্মীরের রফিয়াবাদ সোপোর এলাকায় নিরাপত্তা বাহিনীর…

শ্রীনগর: ফের একবার সেনা জঙ্গি সংঘর্ষে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। শুরু হল এনকাউন্টার (Encounter)। জানা গিয়েছে, আজ শবিবার উত্তর কাশ্মীরের রফিয়াবাদ সোপোর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল এক জঙ্গি। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস টুইট করে জানিয়েছে, ‘নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল সোপোরের ওয়াটারগাম এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায়। এরপর তল্লাশি চলাকালীন দু পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। প্রথমে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপর তার জবাবে পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। এই ঘটনায় এক জঙ্গি নিকেশ হয়েছে।’

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় নতুন করে কাশ্মীরে সেনা হাই অ্যালার্ট মোডে রয়েছে। এলাকাজুড়ে তল্লাশি সেইসঙ্গে এনকাউন্টার এখনও চলছে। সোপোর পুলিশ ও ৩২ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ দল সোপোরের রাফিয়াবাদে অভিযান শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত জঙ্গির নাম জহির হুসেন শাহ। 

জম্মু ও কাশ্মীরে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার জন্য গোটা রাজ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজ্যে প্রায় ৩০০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। শ্রীনগর, হান্দওয়ারা, গান্ডেরবাল, বদগাম, কুপওয়ারা, বারামুলা, বান্দিপোরা, অনন্তনাগ, শোপিয়ান, পুলওয়ামা, অবন্তীপোরা এবং কুলগামে এই সংস্থাগুলি মোতায়েন করা হয়েছে।